WBPSC Clerkship 2024 Admit Card Download: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪-এর জন্য ক্লার্ক, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ ও ১৭ নভেম্বর, ২০২৪ তারিখে।
এই পরীক্ষাটি দুটি ধাপে নেওয়া হবে, প্রথম ধাপে MCQ ভিত্তিক অনলাইন পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে অফলাইনের মাধ্যমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাওয়া যাবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে, যা প্রকাশিত হবে সরাসরি WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব প্রার্থীরা কিভাবে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই বিষয়ে।
নিয়োগকারী সংস্থা | WBPSC |
পদের নাম | ক্লার্ক, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট |
বেতন | ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- |
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ | নভেম্বর, ২০২৪ |
পরীক্ষার তারিখ | ১৬ ও ১৭ই নভেম্বর, ২০২৪ |
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি | অনলাইন |
WBPSC ক্লার্কশিপ ২০২৪ অ্যাডমিট কার্ড
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। ১৬-১৭ নভেম্বর প্রথম ধাপের MCQ ভিত্তিক পরীক্ষার দ্বারা প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শুরু হবে। এই পরীক্ষা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনই পরিচালনা করবে।
নির্বাচন প্রক্তিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে MCQ পরীক্ষা, দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা এবং তৃতীয় ধাপে কম্পিউটার টেস্ট ও টাইপিং টেস্ট নেওয়া হবে।
WBPSC ক্লার্কশিপ ২০২৪ বেতন
এই পদে প্রার্থীদের বেতন লেভেল ৬ হিসেবে দেওয়া হবে, যা প্রায় প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত হতে পারে।
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার তারিখ
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রথম ধাপ ১৬-১৭ নভেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষা MCQ ভিত্তিক হবে এবং এই পরীক্ষাটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। দ্বিতীয় ধাপটি হবে কনভেনশনাল টাইপ লিখিত পরীক্ষা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে।
পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস ও পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য WBPSC নোটিফিকেশন পিডিএফ থেকে বিস্তারিত জানা যাবে।
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্যাটার্ন
WBPSC ক্লার্কশিপ প্রথম ধাপের MCQ পরীক্ষাটি ১০০ নম্বরের হবে। যেখানে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে ৪০ নম্বর, ইংরেজি থেকে ৩০ নম্বর, অংক থেকে ৩০ নম্বর। এই পরীক্ষার সময়সীমা হবে ১ ঘন্টা ৩০ মিনিট।
দ্বিতীয় লিখিত পরীক্ষাটি ইংরেজি থেকে ৫০ নম্বর এবং বাংলা/ হিন্দি/ সাঁওতালি/ নেপালি/ উর্দু যে কোন ভাষা থেকে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। এই পরীক্ষাটি ১ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে।
WBPSC ক্লার্কশিপ ২০২৪ নির্বাচনী পরীক্ষা
WBPSC ক্লার্কশিপ ২০২৪ পরীক্ষার প্রথম ধাপে MCQ ভিত্তিক পরীক্ষা হবে, যেখানে সাধারণ জ্ঞান, ইংরেজি এবং অংক এই বিষয়গুলোর উপর প্রশ্ন থাকবে।
দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় ইংরেজি এবং আঞ্চলিক যেকোন একটি ভাষার উপর (বাংলা/ হিন্দি/ সাঁওতালি/ নেপালি/ উর্দু) থেকে প্রশ্ন থাকবে। এছাড়া প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও টাইপিং টেস্ট দিতে হবে যা চূড়ান্ত নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
আরও আপডেট: রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, সম্পূর্ণ তথ্য জেনে এখনই আবেদন করুন
WBPSC ক্লার্কশিপ ২০২৪ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি
WBPSC ক্লার্কশিপ ২০২৪ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- হোমপেজ থেকে “Download Admit Card For Written Test / Screening Test” অপশনে ক্লিক করতে হবে।
- এরপর “Lower Division Assistant or Clerk Admit Card” অপশনটি নির্বাচন করতে হবে।
- নতুন একটি পেজে আপনাকে আবেদন নম্বর এবং জন্ম তারিখের তথ্য প্রদান করতে হবে।
- এরপর সংশ্লিষ্ট ক্যাপচা করতে পূরণ করে “Get Admit Card” বাটনে ক্লিক করতে হবে।
- পরীক্ষার তারিখ, সময়, সেন্টার এবং অন্যান্য নির্দেশাবলি অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে।
- অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সঙ্গে রেখে দিন এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় সেটি নিয়ে যেতে হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক- Download Now