পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে চাকরির নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি (WBPSC New Job Recruitment) প্রকাশিত হলো। প্রায় দেড় মাস পর আরো একটি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন।
আপনাকে জানিয়ে রাখছি, গত জুলাই মাসের ১১ তারিখে শেষবারের মতো West Bengal Public Service Commission (WBPSC) এর পক্ষ থেকে চাকরির নোটিশ প্রকাশিত হয়েছিল।
আজকের এই PSC এর নতুন চাকরির জন্য কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, শূন্যপদ কয়টি রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, নিয়োগ প্রক্রিয়া কীরূপ ইত্যাদি বিষয় পরপর জানানো হয়েছে। আপনি যদি আবেদন করার কথা ভেবে থাকেন তাহলে বিস্তারিত জেনে নিন।
WBPSC District Officer Recruitment 2022
অফিসিয়াল নোটিশ নম্বরঃ 04/2022
নোটিশে প্রকাশের তারিখঃ 28 আগস্ট 2022
আবেদনের মাধ্যমঃ শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারা যাবে।
WBPSC নিয়োগ একনজরে
নিয়োগ সংস্থা | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) |
পদের নাম | ডিসট্রিক্ট অফিসার |
সার্ভিস/ক্যাডর | পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিস |
ডিরেকটরেট | TECHNICAL EDUCATION,TRAINING & SKILL DEVELOPMENT,GOVT. OF W.B |
সংস্থার ওয়েবসাইট | https://wbpsc.gov.in/ |
শূণ্যপদ | 6 টি |
আবেদন | অনলাইন (Online) |
পদের নাম:
ডিসট্রিক্ট অফিসার (District Officer) পদের শূন্যপদ থাকায় নিয়োগ করা হবে।
বেতন (Salary):
পে লেভেল 17 অনুযায়ী প্রতি মাসে 67,300 থেকে 1,73,200 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স 18 থেকে 40 বছর হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 60% নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল শাখায় B+ সহ পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
সেইসাথে, টিচিং অথবা রিসার্চ অথবা অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইন্ডাস্ট্রিতে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিশেষ যোগ্যতাঃ
আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষাতে লিখতে, পড়তে এবং কথা বলতে পারতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ইন্টারভিউয়ের সময় ভাষার দক্ষতার টেস্ট নেওয়া হবে।
মোট শূন্যপদঃ
এই চাকরির জন্য মোট 6 টি শূন্যপদ আছে।
নিয়োগ প্রক্রিয়া:
স্ক্রিনিং টেস্ট (Screening Test) এর মাধ্যমে চাকরি প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে উক্ত পদের চাকরির জন্য নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) প্রথমেই WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে চাকরিপ্রার্থীকে ‘One Time Registration’ লেখার উপর ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যারা আগে থেকেই এখানে রেজিস্ট্রেশন করে রেখেছে তাদেরকে আলাদা করে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই।
(3) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে Enrollment Number এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে আবেদনকারীকে তার নাম, শিক্ষাগত যোগ্যতা, ছবি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
(4) ফর্ম পূরণ করার পর সবশেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর একটি বিষয়, আবেদন করা হয়ে গেলে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে নিতে হবে।
আবেদন ফি:
210 টাকার আবেদন ফি জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি পে করতে হবে। এক্ষেত্রে SC, ST, PWD শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। অর্থাৎ তাদেরকে আবেদন ফি জমা দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 28.08.2022 |
আবেদন শুরু | 30.08.2022 |
আবেদন শেষ | 19.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন- Click Here
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 বিএসএনএল (BSNL) সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ 2022
🎯 রেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়?