রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission) অর্থাৎ WBPSC-এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের সমস্ত যোগ্য নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। ফুড প্রসেসিং (Food Processing Department Recruitment) এবং হর্টিকালচার দফতরে নিয়োগ করা হবে প্রার্থীকে। পদের নাম, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সকল বিষয় উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। বিস্তারিত জেনে নিন।
নোটিশ নং – 03/2023
নোটিশ প্রকাশ – 26.04.2023
যে পদে নিয়োগ হবে
ডিরেক্টর অফ হর্টিকালচার / DIRECTOR OF HORTICULTURE
শূন্যপদ
1 টি শূন্যপদ রয়েছে এখানে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের হর্টিকালচার বিষয়টি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সাথে হর্টিকালচারে পর্যাপ্ত প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা লেখা, পড়া এবং বলার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
55 বছর বয়স অবধি সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন এর পরিমান
পে লেভেল 21 অনুসারে এখানে প্রার্থীদের মাসিক 1,23,100/-— 1,91,800 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
স্ক্রিনিং টেস্ট (Screening Test) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য https://wbpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন ফি
এখানে আবেদন করার জন্য UR এবং OBC দের 210 টাকা করে এবং বাকি সংরক্ষিত শ্রেণি অর্থাৎ SC, ST প্রার্থীদের আবেদন মূল্য বাবদ কোনো টাকা জমা দিতে হবে না।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 25th May, 2023 তারিখ থেকে।
15th June, 2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- ইয়েস ব্যাঙ্কে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন চলছে
- রাজ্যের বিদ্যুৎ দপ্তরের বিভাগে চাকরি
- সড়ক পরিবহন দপ্তরে চাকরি