পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ফের আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করতে চলেছে কমিশন। এখানে অ্যাসিস্ট্যান্ট ট্রানস্লেটর পদে নিয়োগ হবে। আবেদন করতে হবে অনলাইনে।
আগামীকাল থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে এখানে কারা আবেদন জানাতে পারবেন, বেতন কত ইত্যাদি বিষয়ে জেনে নিন এই প্রতিবেদনে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 09/2023
নোটিশ তারিখ- 20.09.2023
যে পদে নিয়োগ করা হবে
1. অ্যাসিস্ট্যান্ট ট্রানস্লেটর / ASSISTANT TRANSLATOR (BENGALI)
মোট শূন্যপদ- এখানে মোট 10 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা- ইংলিশ অথবা বাংলা নিয়ে মাস্টার্স ডিগ্রি করার সাথে ইংলিশ থেকে বাংলা ভাষায় অনুবাদের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- 39 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- এই পদের জন্য প্রার্থীরা 32,100 টাকা থেকে 82,900 টাকা বেতন পাবেন।
2. অ্যাসিস্ট্যান্ট ট্রানস্লেটর / ASSISTANT TRANSLATOR (NEPALI)
শূন্যপদ- মোট 02 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নেপালি ভাষা নিয়ে মাস্টার্স ডিগ্রি করার সাথে ইংলিশ থেকে নেপালি ভাষায় অনুবাদের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- 39 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- এই পদের জন্য প্রার্থীরা 32,100 টাকা থেকে 82,900 টাকা বেতন পাবেন।
3. অ্যাসিস্ট্যান্ট ট্রানস্লেটর / ASSISTANT TRANSLATOR (SANTHALI)
মোট শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা- ইংলিশ অথবা সাঁওতালী ভাষা নিয়ে মাস্টার্স ডিগ্রি করার সাথে ইংলিশ থেকে থেকে সাঁওতালী ভাষায় অনুবাদের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- 39 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- এই পদের জন্য প্রার্থীরা 32,100 টাকা থেকে 82,900 টাকা বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদন মূল্য
এখানে কেবলমাত্র জেনারেল, OBC, EWS প্রার্থীদের জন্য 160 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শুরুর তারিখ 30/09/2023
- আবেদনের শেষ তারিখ 24/10/2023
- আবেদন মূল্য দেবার শেষ তারিখ 24/10/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 WBPSC মিসলেনিয়াস নিয়োগ ২০২৩, প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
👉 এই বছর হবে না ফুড SI পরীক্ষা! তাহলে কবে হবে? বিস্তারিত জানুন
👉 কল্যানী AIIMS এ লাইব্রেরিয়ান নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 SSC তে 84 হাজারের বেশি শূন্যপদে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি! ৬ ধরনের বাহিনীতে হবে নিয়োগ
👉 ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট সংস্থায় কর্মী নিয়োগ