রাজ্যের শ্রম দপ্তরে বিভিন্ন পদে চাকরি, WBPSC তে নতুন চাকরির বিজ্ঞপ্তি

wbpsc labour department recruitment 2022

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবার এক নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হলাম। ইতিমধ্যে রাজ্যের শ্রম দপ্তরে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

রাজ্যের শ্রম দপ্তরে বিভিন্ন পদে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য আলোচনা করা হলো।

wbpsc labour department recruitment 2022

নোটিশ নম্বরঃ – 03/2022

নোটিশ প্রকাশের তারিখঃ  12.07.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ প্রিন্সিপাল (Principle)

বেতনঃ পে লেভেল 19 অনুযায়ী প্রতিমাসে 95,100 টাকা থেকে 1,48,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 55 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং এ M.Sc. করা থাকতে হবে এবং 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

(2) পদের নামঃ প্রফেসর কাম ভাইস প্রিন্সিপাল (Professor cum vice Principal)

বেতনঃ পে লেভেল 17 অনুযায়ী প্রতিমাসে 67,300 টাকা থেকে 1,73,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 50 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং এ M.Sc. করা থাকতে হবে এবং 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

(3) পদের নামঃ অ্যাসোসিয়েট প্রফেসার (Associate Professor)

বেতনঃ পে লেভেল 17 অনুযায়ী প্রতিমাসে 67,300 টাকা থেকে 1,73,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 50 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং এ M.Sc. করা থাকতে হবে এবং 08 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 02 টি।

(4) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)

বেতনঃ পে লেভেল 16 অনুযায়ী প্রতিমাসে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 36 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং এ M.Sc. করা থাকতে হবে এবং 05 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 03 টি।

(5) পদের নামঃ টিউটর (Tutor)

বেতনঃ পে লেভেল 12 অনুযায়ী প্রতিমাসে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 36 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং এ M.Sc.  বা B.Sc. করা থাকতে হবে এবং 02 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 10 টি। 

আবেদন পদ্ধতিঃ 
  1. উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in গিয়ে আবেদন করতে হবে।
  3. প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
  4. এরপরে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
  5. উল্লেখিত সমস্ত নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ

উপরিউক্ত বিভিন্ন পদের জন্য বিভিন্ন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি পড়ুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. অভিজ্ঞতার প্রমাণপত্র।
  6. এছাড়াও অন্যান্য নথিপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 12.07.2022 
আবেদন শুরু 12.07.2022
আবেদন শেষ 01.08.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now 

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-