সদ্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে 450 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে এই নিয়োগটি হবে। কিন্তু, মিসলেনিয়াস পরীক্ষাটি ঠিক কী, এখানে কারা আবেদন জানাতে পারবেন ইত্যাদি বিষয়ে জেনে নিন এই প্রতিবেদনে।
মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা হল পশ্চিমবঙ্গের রাজ্য স্তরের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যা বর্তমানে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের অধীনে থাকা নানান দপ্তরের অফিসার নিয়োগ করা হয়ে থাকে।
এই মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের শূন্যপদে চাকরি পাওয়া যায়। এর মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সহ আরও বিভিন্ন ধরনের পদ।
এই পরীক্ষার ক্ষেত্রে মোট তিনটি ধাপ পেরোতে হয় পরীক্ষার্থীদের। ধাপগুলি হল- প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট। পরপর এই তিনটি পর্যায়ে পরীক্ষাটি নেওয়া হয়ে থাকে।
সর্বপ্রথম প্রিলিমিনারি পরীক্ষা হয়, এখানে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা এরপরে মেন পরীক্ষায় বসার সুযোগ পান। পরবর্তীতে মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়।
মিসলেনিয়াস পদে যারা চাকরি পাবেন, তাদের মাসিক 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সরকারী ভাতাও প্রদান করা হয়ে থাকে।
গ্র্যাজুয়েশন পাশ করা সকল ইচ্ছুক প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে। এর সাথে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মেলে।
কবে থেকে এখানে আবেদন করা যাবে সেই বিষয়ে এখনও কমিশনের তরফে কিছু জানানো হয়নি। এই বিষয়ে সমস্ত আপডেট পেতে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি ফলো করুন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 SSC তে 84 হাজারের বেশি শূন্যপদে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি! ৬ ধরনের বাহিনীতে হবে নিয়োগ
👉 ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট সংস্থায় কর্মী নিয়োগ
👉 রাজ্যে 5 বছরের মধ্যে 80 হাজার স্পেশাল শিক্ষক নিয়োগের পরিকল্পনা! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
👉 রাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাসিক বেতন কত?
👉 পরিবহন দপ্তরে গ্রুপ-বি এবং গ্রুপ-সি চাকরি, 20 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি