WBPSC New Recruitment 2023: পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, 28 হাজার 900 টাকা মাসিক বেতন

WBPSC New Assistant Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই নিয়ে কমিশনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 15/2023

নোটিশ প্রকাশের তারিখ- 17.11.2023

যে পদে করা নিয়োগ হবে

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Technical ASSISTANT

শূন্যপদ

এখানে মোট 8 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

টেক্সটাইল প্রযুক্তি বা হ্যান্ডলুম প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বাংলা ভাষায় সম্যক জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা

এখানে বয়সের ঊর্দ্ধসীমা 39 রাখা হয়েছে। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।

মাসিক বেতন

2019 সালের WBS(ROPA) এর লেভেল 9 হিসেবে মাসিক 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

একটি লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে।

এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

কেবলমাত্র GEN, OBC, EWS প্রার্থীদের জন্য এখানে আবেদন মূল্য বাবদ 160 টাকা ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • এখানে, আবেদন শুরু- 24/11/2023
  • আবেদন করার শেষ দিন- 15/12/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 906 শূন্যপদে এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ, 30 হাজার টাকা মাসিক বেতন

👉 NIOS এ গ্রুপ-এ, বি, সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি! 21 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে

👉 সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 8283 শূন্যপদে স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ, 07 ডিসেম্বর অবধি আবেদন চলবে

Previous articleসংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ
Next articleরাজ্যের এই ৩টি জেলাতে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here