PSC অফিসের সামনে খই ছিটিয়ে আন্দোলন, শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি গুলি প্রকাশিত হবে

Straw scattering movement in front of PSC office, these recruitment notifications will be released soon

গত ৬ ফেব্রুয়ারি সোমবার রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি করেছে। তবে এবারের আন্দোলন কর্মসূচিতে অভিনব পদ্ধতিতে আন্দোলন চালানো হয়েছে। 

চাকরি প্রার্থীরা একনাগাড়ে অফিসের সামনে “বলো হরি হরি বোল” বলে তাদের দাবি-দাওয়া প্রকাশ করেছে। শুধু তাই নয় অফিসের সামনে খই ছেটানোই হয়েছে। 

“PSC দুর্নীতি মুক্ত মঞ্চ” পরিচালিত এই আন্দোলনের অন্তিম লগ্নে আন্দোলনের একজন প্রতিনিধি সদস্য পিএসসির অফিসে গিয়ে লিখিত দাবী দাওয়া জানায়। সেই সাথে পিএসসির অফিসের তরফ থেকে তাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানা গেছে। চলুন সেইগুলি সম্পর্কেও আমরা একে একে জেনে নিই। 

পিএসসি অফিস থেকে যে সমস্ত বিষয়গুলি জানানো হয়েছে: 

(1) তিন বছরের বয়সের ছাড় এবং EWS চালু করা নিয়ে পিএসসি সরকারের কাছে আবেদন করেছে। সরকারের সিদ্ধান্তের উপর বিষয়টা নির্ধারিত হবে। 

(2) WBCS (Ex.) 2022 প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট আগামী 20 ফেব্রুয়ারির মাধ্যমে মধ্যে প্রকাশিত হবে। 

(3) আগামী কয়েকদিনের মধ্যে Works Account Service নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হবে। 

(4) আগামী তিন সপ্তাহের মধ্যে ICDS Supervisor Promotional, Clerkship MSP, School SI জয়েনিং বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 

(5) WBCS (Ex.) 2023, Food SI, Miscellaneous নিয়োগের নতুন বিজ্ঞপ্তি চলতি ফেব্রুয়ারি অথবা আগামী মার্চ মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

(6) ICDS Supervisor (Selected Non Selected) এর নম্বর দ্রুত প্রকাশ করা হবে এবং নন জয়েনিং থাকলে সেগুলোর লিস্ট দেওয়া হবে। 

(7) Clerkship 2019 এর নন জয়েনিং এর জন্য WBPSC প্রতিটি দপ্তরে চিঠি পাঠিয়ে দেবে।

এক কথায় বলতে গেলে আন্দোলনকারী প্রার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া গুলি এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন মেনে নিয়েছে। অনেকেই বলছেন আন্দোলনকে সাময়িকভাবে চাপা দিতে পাবলিক সার্ভিস কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। 

যদিও আগামী কয়েক মাসের মধ্যেই পিএসসির এই সমস্ত সিদ্ধান্ত গুলির মধ্যে কোন কোনটি পালন করতে কতটুকু সামর্থ হয়েছে জানা যাবে। 

পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আগামী দিনে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আপনাকে জানিয়ে দেবো। আমাদের এই কাজকর্ম ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে থাকুন। 

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

🔥 গুরুত্বপূর্ণ লিংক:  👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ Join Now
✅ Telegram Channel Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇