পশ্চিমবঙ্গ সরকারের WBSETCL-এ চাকরি, রাজ্যের বাসিন্দা হলেই আবেদন করা যাবে

WBSETCL Assistant Recruitment 2023

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পরিচালিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন ট্রান্সমিশন কোম্পানি (West Bengal State Electricity Transmission Company) বা WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইটে শূন্যপদে কর্মী নেওয়া হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বেশ কয়েক ধরনের পদে এখানে নিয়োগ করা হবে। রাজ্যের প্রতিটি জেলার সকল যোগ্য প্রার্থীদের জন্য এটি দারুণ একটি সুখবর। নিয়োগের বাকি সমস্ত তথ্য নিচে পেয়ে যাবেন। আবেদন করার আগে একবার অবশ্যই ভালো করে জেনে নেবেন। 

পদের নাম এবং শূন্যপদ

(1) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (HR&A)

শূন্যপদ – এখানে 10 টি শূন্যপদ রয়েছে।

(2) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Assistant Engineer (Electrical)

শূন্যপদ – এখানে 25 টি শূন্যপদ রয়েছে।

(3) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Assistant Engineer (Civil)

শূন্যপদ – এখানে 20 টি শূন্যপদ রয়েছে।

(4) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Assistant Engineer (IT&CS)

শূন্যপদ – এখানে 6 টি শূন্যপদ রয়েছে।

(5) জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive (F&A)

শূন্যপদ – এখানে 11 টি শূন্যপদ রয়েছে।

(6) জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive (Stores)

শূন্যপদ – এখানে 11 টি শূন্যপদ রয়েছে।

(7) জুনিয়র ইঞ্জিনিয়ার / Junior Engineer (Civil)

শূন্যপদ – এখানে 30 টি শূন্যপদ রয়েছে।

(8) অফিস এক্সিকিউটিভ / Office Executive

শূন্যপদ – এখানে 60 টি শূন্যপদ রয়েছে।

(9) টেকনিশিয়ান / Technician

শূন্যপদ – এখানে 30 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে মোট 9 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

বেতন এর পরিমান

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 22605 টাকা থেকে সর্বোচ্চ 52650 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার টেস্ট, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের wbsetcl.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

অনলাইন আবেদন ফি

(1) নং থেকে (8) নং পোস্টের জন্য কেবলমাত্র জেনারেল এবং OBC প্রার্থীদের 1180 টাকা এবং বাকি পোস্টের জন্য জেনারেল এবং OBC প্রার্থীদের 590 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে। অন্যান্য প্রার্থীদের আবেদন মূল্যে ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা 

  • আবেদন শুরু হবে – 26 এপ্রিল 2023
  • আবেদন শেষ হবে – 19 মে 2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇