রাজ্যের পরিবার কল্যাণ সমিতিতে চাকরি, 40 হাজার টাকা মাসিক বেতন- লিখিত পরীক্ষা হবে না

WBSHFWS District Epideomiologist Recruitment

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে সম্প্রতি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হল। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে।  এই চাকরির জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলায় এ চাকরির জন্য পোস্টিং দেওয়া হবে। 

এবার আমরা আজকের এই নিয়োগের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ কয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আবেদন করা যাবে এবং কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় গুলি নিচে জানানো হলো। 

WBSHFWS District Epideomiologist Recruitment

WBSHFWS District Epideomiologist Recruitment

নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: SHFWS/2022//262

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 28/09/2022

আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

নিয়োগ সংক্রান্ত তথ্য: 

পদের নাম: ডিস্ট্রিক্ট এপিডেমায়লজিস্ট (District Epidemiologist)

বেতন: প্রতিমাসে 40 হাজার টাকা

বয়সীমা: 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স 40 বছরের কম হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স ডিগ্রি করতে হবে অথবা জীবন বিজ্ঞান বা এপিডেমায়োলজি বিষয়ে M.Sc/MS ডিগ্রী থাকতে হবে। 

শূন্যপদ: 12 (SC-3, ST-3, OBCA-1, PWD-1 UR-4)

নিয়োগ প্রক্রিয়া: একাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে এই পদে নিয়োগ করা হবে। 

চাকরির ধরন: সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসের চাকরিতে নিয়োগ হবে। 

আবেদন প্রক্রিয়া: 

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.wbhealth.gov.in.

এ ওয়েবসাইট ওপেন করে ‘Online Recruitment’ লেখার উপর ক্লিক করতে হবে। আবার নতুন পেজ ওপেন হলে সেখানে এই নিয়োগের আবেদন করার লিংক দেওয়া থাকবে সে লিংকে ক্লিক করতে হবে। 

এরপরেই আবেদন করার মেইন পেজ ওপেন হবে। সেখানে দরকারি তথ্য গুলি ফিল করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 28.09.2022
আবেদন শুরু 28.09.2022
আবেদন শেষ 21.10.2022 

👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 ৩৫০ এর বেশি শূন্যপদে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ

🎯 রাজ্যের একটি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ

🎯 ব্যাংক অফ বরোদাতে ৩৪৫ শূন্যপদে কর্মী নিয়োগ