রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য চাকরির দারুন একটি আপডেট। পশ্চিমবঙ্গের 1719 টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। এই সম্পর্কিত নিয়োগের অফিসিয়াল নোটিশ বা Instruction প্রকাশিত হয়েছে। এই কম্পিউটার শিক্ষক পদের জন্য B.Ed ডিগ্রি করা না থাকলেও আবেদন করা যাবে। রাজ্যের প্রতিটি জেলার স্কুলেই কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে-মেয়ে সকল প্রার্থীদেরই এই চাকরির জন্য আবেদন করার দারুন সুযোগ রয়েছে।
এইবার আমরা রাজ্যের 1719 টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিষয়ে জানবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে একে একে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
West Bengal Computer Teacher Recruitment 2022
নোটিশ নম্বরঃ 11-18099/11/2020-PBSEC- Dept of SE
নোটিশ প্রকাশের তারিখঃ 19.01.2022
পদের নামঃ স্কুল কোঅর্ডিনেটর- কম্পিউটার শিক্ষক (School Coordinator- Computer Teacher)
শিক্ষাগত যোগ্যতাঃ
- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
- যেকোনো নাম করা প্রতিষ্ঠান থেকে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। অথবা DOEACC _A_ Level / BCA কোর্স করা থাকতে হবে।
- কম্পিউটার চালানোতে ভালো দক্ষ হতে হবে।
অভিজ্ঞতাঃ
- মাধ্যমিক স্কুলে এক বছরের এবং উচ্চমাধ্যমিক স্কুলে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকারঃ
- কম্পিউটার বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার দেওয়া হবে।
- B.Ed ডিগ্রি সহ কম্পিউটারের জ্ঞান থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগের সময়কালঃ
এক বছরের জন্য নিয়োগ করা হবে। এক বছর পর সন্তোষজনক কাজ করলে কাজের সময়সীমা বাড়ানো হবে।
শুন্যপদঃ
1719 টি (রাজ্যের 1719 টি স্কুলে একটি করে শুন্যপদে নিয়োগ করা হবে)।
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হল- recruitmentwbict.schoolnetindia.com. এই মুহুর্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। নিচে আমরা আবেদন করার লিংক দিয়ে রেখেছি। ঐ লিংকে ক্লিক করে আবেদনকারীকে তার তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরন করা হলে একবার চেক করে নিয়ে নিচের SUBMIT বাটনে ক্লিক করতে হবে।
আবেদনের সময় যেসমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবেঃ
(1) পাসপোর্ট সাইজের ছবি
(2) আঁধার কার্ড
(3) গ্র্যাজুয়েশন সার্টিফিকেট
(4) কম্পিউটার সার্টিফিকেট
(5) সিগনেচার
(6) বায়োডাটা (Resume)
(7) B.Ed সার্টিফিকেট (যদি থাকে)
(8) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
আবেদন ফিঃ
আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না। বিনামূল্যে আবেদন করা যাবে।
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ জেলাভিত্তিক স্কুলের শুন্যপদেরঃ List
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- পশ্চিমবঙ্গে বিভিন্ন পদে গ্রুপ-C এবং গ্রুপ-B কর্মী নিয়োগ
- রাজ্যে গ্রুপ-D এবং ক্লার্ক নিয়োগ-১৫ হাজার টাকা বেতন
- রাজ্যে প্রাইমারী এবং অন্যান্য বিভাগে নিয়োগ
- রাজ্যে শুরু হল ‘বাংলার ডেয়ারি’- থাকছে কর্মসংস্থানের সুযোগ