দীর্ঘদিন পর রাজ্যে নতুন করে কৃষি দপ্তরের চাকরির বিজ্ঞপ্তি (West Bengal Agriculture Department Recruitment Notice) প্রকাশিত হলো। প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনার (PMKSY) অধীনে এই নিয়োগটি করা হবে। বীরভূম জেলার ওয়াটার শেড সেল কাম ডাটা সেন্টার এর কৃষি বিভাগের অফিস থেকে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই পুরুষ মহিলা সমস্ত চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য গুলি আবেদনকারীদের সুবিধার্থে আমরা নিচে পরপর জানিয়েছি।
West Bengal Agriculture Department Recruitment
নোটিশ নম্বর: 74(28)/1(3)
নোটিশ প্রকাশের তারিখ: 22.08.2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (Subject Mater Specialist)
(2) ওয়াটারশেড ডেভেলপমেন্ট টিম (Watershed Development Team- WDT)
বেতন:
প্রতি মাসে 10 হাজার টাকা
বয়সসীমা:
সমস্ত পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 65 বছরের কম থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
(1) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট- Agriculture/ Agriculture Engineering/ Forestry/Horticulture/ Animal Science/ Civil Engineering/Hydrology- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করতে হবে।
(2) ওয়াটারশেড ডেভেলপমেন্ট টিম (WDT)- এই পদের জন্য বিভিন্ন বিভাগে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে। এই বিষয়ে বিস্তারিত জানার নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নোটিশের ২ নম্বর পেজ থেকে দেখে নিন।
শূন্যপদ:
(1) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট- 1 টি
(2) ওয়াটার শেড ডেভেলপমেন্ট টিম- 8 টি
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফিসিয়াল নোটিশে আবেদন করার জন্য একটি অফিসিয়াল লিংক দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করেই চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে।
(2) আবেদনকারী চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইট এর লিংক আমরা নিচে দিয়েছি, ওই লিংকে ক্লিক করলেই সরাসরি আবেদন করতে পারা যাবে।
(3) আবেদন করার সময় আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি এবং অন্যান্য দরকারি ডকুমেন্ট গুলি স্ক্যান করে অনলাইনে সাবমিট (Upload) করতে হবে।
👍 আজকের এই কৃষি দপ্তরের নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
আবেদন ফি:
আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোন আবেদন ফি নেওয়া হচ্ছে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 22.08.2022 |
আবেদন শুরু | 22.08.2022 |
আবেদন শেষ | 11.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 মাধ্যমিক পাশে স্থায়ী সরকারি চাকরি