পশ্চিমবঙ্গের কৃষি ও মৎস্য দপ্তরে সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইয়ং প্রফেশনাল পদে চাকরিতে নিয়োগ করানো হবে।
ভালো বিষয় এই হল যে এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। আজকের প্রতিবেদনে এখানে আবেদনের জন্য যাবতীয় বিষয় যেমন বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদের সংখ্যা, নির্বাচন পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ করা হলো।
West Bengal Animal and Fishery Sciences Staff Recruitment
নোটিশ নম্বরঃ WBUAFS/DREF/732
নোটিশ প্রকাশের তারিখঃ 18.08.2022
আবেদনের মাধ্যমঃ ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র নিয়ে উপস্থিত হতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ইয়ং প্রফেশনাল II (Young Professional II)
বেতনঃ
এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকোয়াটিক অ্যানিমেল হেলথ, একুয়াকালচার, বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি, মেরিন বায়োলজি এবং ফিসারী সাইন্সে মাস্টার ডিগ্রী পাস করে থাকতে হবে।
বয়সসীমাঃ
আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
02 টি।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ।
ইন্টারভিউয়ের সময় – সকাল 11 টা
ইন্টারভিউয়ের তারিখ – 31.08.2022
ইন্টারভিউ স্থানঃ
The Walk-in-interview will be held in the Chamber of DREF.
আবেদন পদ্ধতিঃ
এখানে কোনোরকম আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিসের সাথে যুক্ত আবেদনপত্রটি সবার প্রথমে প্রিন্ট আউট করে নিতে হবে।
এরপরে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি যুক্ত করতে হবে।
আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন সঠিক ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো বিস্তারিত জানতে পারবেন।
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 পশ্চিমবঙ্গে বিভিন্ন শূন্যপদে চাকরি
🎯 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ