রাজ্যের ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ-C লোয়ার ডিভিশন ক্লার্ক সহ আরো কিছু পোস্টে নিয়োগ করা হবে। যারা এই চাকরির জন্য অপেক্ষায় রয়েছিল তাদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে পারে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগগুলি করা হবে। তাই আশা করছি আপনিও আবেদন করতে পারবেন। নিচে থেকে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন তারপর আবেদন করুন।
ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ-C নিয়োগের বিস্তারিত তথ্য
1. পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড-II (Stenographer Grade-II)
শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে স্টেনোগ্রাফিতে দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা – 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – লেভেল 4 হিসেবে 25,500 – 81,100 টাকা বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীকে।
পোস্টিং – Headquarter 111 Sub Area Bengdubi তে পোস্টিং দেওয়া হবে প্রার্থীকে।
নিয়োগ পদ্ধতি – ইংরেজি এবং হিন্দিতে লিখিত পরীক্ষার প্রশ্ন আসবে। General Intelligence and Reasoning থেকে 50 টি, General Awareness থেকে 50 টি এবং English Language & Comprehension থেকে 100 টি প্রশ্ন থাকবে। 2 ঘন্টার পরীক্ষা নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের এর পরে skill test এর জন্য ডাকা হবে।
2. পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)
শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে ইংরেজিতে মিনিটে 35 টি শব্দ অথবা হিন্দিতে মিনিটে 30 টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা – 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – লেভেল 2 হিসেবে 19,900 – 63,200 টাকা বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীকে।
পোস্টিং – Station Headquarter Binnaguri তে পোস্টিং দেওয়া হবে প্রার্থীকে।
নিয়োগ পদ্ধতি – ইংরেজি এবং হিন্দিতে লিখিত পরীক্ষার প্রশ্ন আসবে। General Intelligence and Reasoning থেকে 50 টি, General Awareness থেকে 50 টি এবং English Language & Comprehension থেকে 100 টি প্রশ্ন থাকবে। 2 ঘন্টার পরীক্ষা নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের এর পরে skill test এর জন্য ডাকা হবে।
3. পদের নাম- ম্যাসেঞ্জার (Messenger)
শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে সাইকেল চালাতে জানতে হবে।
বয়সসীমা – 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – লেভেল 1 হিসেবে 18,000 – 56,900 টাকা বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীকে।
পোস্টিং – Station Cell Bengdub তে পোস্টিং দেওয়া হবে প্রার্থীকে।
নিয়োগ পদ্ধতি – ইংরেজি এবং হিন্দিতে লিখিত পরীক্ষার প্রশ্ন আসবে। General Intelligence and Reasoning থেকে 15 টি, Numerical Aptitude থেকে 15 টি, General English থেকে 35 টি, General Awareness থেকে 35 টি প্রশ্ন থাকবে। পরীক্ষার জন্য সময় থাকবে 1 ঘন্টা। প্রতিটি প্রশ্নের মান 1। এর পরে physical test নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য অফিসিয়াল নোটিশটি নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করতে হবে। নোটিশের ৮ নম্বর পেজে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করে ফিলাপ করতে হবে। ফিল আপ করে ফর্মের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনের ফর্ম পাঠানোর ঠিকানা
Colonel (General Staff), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, Post Office – Bengdubi, District- Darjeeling, PIN-734424.
আবেদনের সময়সীমা
15/04/2023 তারিখের মধ্যে আবেদনকারীকে আবেদনপত্র উপরের ঠিকানায় পৌছে দিতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যে অফিস খুলছে ইনফোসিস (Infosys)-বেকারদের জন্য কর্মসংস্থান
- কেন্দ্র সরকারের CPRI-তে চাকরি
- রাজ্যের শিক্ষক নিয়োগে অ্যাকাডেমিক স্কোর বাতিলের সুপারিশ
- রাজ্যের DM অফিসে গ্রুপ-C ক্লারিকাল পোস্টে চাকরি