রাজ্যে নতুন বন সহায়ক পদে চাকরি, ২০০০ শূন্যপদে বিরাট নিয়োগ | West Bengal Bana Sahayak Recruitment 2023

West Bengal Bana Sahayak Recruitment 2023

West Bengal Bana Sahayak Recruitment 2023: কলকাতা হাইকোর্টের তরফে 03.05.2023 তারিখে একটি নির্দেশ জারি করে বলা হয়েছিল, সরকারের তরফে পুনরায় বন সহায়ক পদে কর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে

হাইকোর্টের সেই নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের তরফে বন সহায়ক পদের জন্য কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হল । এখানে স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে পুরোপুরি অস্থায়ী ভিত্তিতে প্রতিটি জেলায় বনসহায়ক (Bana Sahayaks) হিসাবে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

চাকরির শর্তাবলী, আবেদন করার পদ্ধতি, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে জানতে এই প্রতিবেদনটি পড়ুন। আবেদন করার ফর্মটি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। 

WB Bana Sahayak Recruitment 2023

নোটিশ প্রকাশের তারিখ – 19/5/2023

যে পদে নিয়োগ হবে (WB Bana Sahayak Recruitment 2023 Post Name)

বন সহায়ক (Bana Sahayak)

বন সহায়ক নিয়োগ ২০২৩ শূন্যপদ (WB Bana Sahayak Recruitment 2023 Vacancy)

এখানে বন সহায়ক পদের জন্য মোট 2,000 টি শূন্যপদ রয়েছে।

বন সহায়ক নিয়োগ ২০২৩ শিক্ষাগত যোগ্যতা (WB Bana Sahayak Recruitment 2023 Educational Qualification)

নূন্যতম অষ্টম শ্রেণী পাশ (Eight Pass) হতে হবে। বাংলা পড়তে, লিখতে জানতে হবে। সেইসাথে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বন সহায়ক নিয়োগ ২০২৩ বয়সসীমা (WB Bana Sahayak Recruitment 2023 Age Limit)

18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সের হিসেব করতে হবে 1 জানুয়ারি 2023 তারিখ হিসেবে। 

বন সহায়ক মাসিক বেতন (WB Bana Sahayak Recruitment 2023 Salary)

বন সহায়ক পদের জন্য মাসিক 10,000 টাকা করে নির্বাচিত ব্যক্তিদের বেতন দেওয়া হবে।

বন সহায়ক নিয়োগ পদ্ধতি ২০২৩ (WB Bana Sahayak Recruitment Process 2023)

পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে বন সহায়ক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে। 

বন সহায়ক নিয়োগ ২০২৩ পার্সোনালিটি টেস্টের নম্বর বিভাজন (WB Bana Sahayak Personality Test Mark Distribution)

নিয়োগের সময়সীমা (WB Bana Sahayak Recruitment 2023 Job Period)

1 বছরের চুক্তিতে এখানে বন সহায়ক পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে ১ বছর পর কাজের বা চাকরির সময়সীমা বাড়ানো হতে পারে। 

বন সহায়ক নিয়োগ ২০২৩ আবেদন পদ্ধতি (WB Bana Sahayak Recruitment 2023 Application Process)

Step-1 আবেদন করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে আবেদন করার ফর্মটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করুন।

Step-2 তারপর সেটি A4 সাইজের একটি কাগজে প্রিন্ট করুন।

Step-3 প্রিন্ট করা হয়ে গেলে ফর্মটি সঠিকভাবে পূরন করুন।

Step-4 পূরন করা ফর্মের সাথে দরকারি সমস্ত ডকুমেন্টের জেরক্স জুড়ে দিন।

Step-5 তারপর আবেদন করার ফর্ম এবং ডকুমেন্টের জেরক্সগুলিকে নিয়ে একটি ভরুন।

Step-6 সবশেষে আবেদনপত্র সহ খামটিকে নিজের জেলার ফরেস্ট বিভাগের অফিসে পাঠিয়ে দিন। 

জেলাভিত্তিক ফরেস্ট বিভাগের ঠিকানাগুলি নিচে থেকে দেখে নিন। 

বন সহায়ক নিয়োগ ২০২৩ আবেদনের সময়সীমা (WB Bana Sahayak Recruitment 2023 Last Date to Apply)

25/05/2023 তারিখের 17.30 hrs এর আগে এখানে প্রার্থীদের আবেদন করে ফেলতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

বন দপ্তর ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleজাহাজ নির্মান কেন্দ্রে চাকরি, 40 হাজার টাকা থেকে মাসিক বেতন শুরু | Goa Shipyard Limited Recruitment 2023
Next articleWBP কনস্টেবল নতুন ১২ হাজারের বেশি শূন্যপদ! তিন মাসের মধ্যে নিয়োগ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here