রাজ্যে ব্লক আশা কো-অর্ডিনেটর নিয়োগ, 15 হাজার টাকা মাসিক বেতন

west bengal block Asha Coordinator recruitment

রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হলাম। রাজ্যের বিভিন্ন সাব ডিভিশনে ব্লক আশা কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ব্লক আশা কোডিনেটর পদে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে।

তাহলে চলুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক ব্লক আশা কো-অর্ডিনেটর পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সমস্ত তথ্য।

west bengal block Asha Coordinator recruitment

নোটিশ নম্বরঃ 784/con(s)  

নোটিশ প্রকাশের তারিখঃ  15.06.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ

ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (Block Programme Coordinator) 

বেতনঃ 

উক্ত পদের জন্য প্রতিমাসে 15000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ 

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সাইন্স বা সোসিওলজি বা MBA বা MSW বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের 2 বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমাঃ 

উক্ত পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।

মোট শূন্যপদঃ

এখানে সব মিলিয়ে মোট 5 টি শূন্যপদে নিয়োগ করা হবে

আবেদন পদ্ধতিঃ
  1. উপরিউক্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
  2. আলাদা আলাদা সাব ডিভিশন অনুযায়ী নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  3. আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  4. উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যোগ করতে হবে।
  5. সবশেষে আবেদন পত্রটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. বসবাসের প্রমাণপত্র।
  6. স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

Barrackpore Sub Division – 

The Sub Division Officer, Barrackpore, North 24 parganas, Administrative Building, S.N Banerjee Road, Barrackpore, Kolkata – 700120     

Basirhat Sub Division – 

The Sub Division Officer, Basirhat, P.O- Basirhat, District -North 24 parganas, Pin – 743411.

Barasat Sub Division – 

The Sub Division Officer, Barasat (Sadar) Sub Division, Administrative Building, North 24 parganas,

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 15.07.2022
আবেদন শুরু 15.07.2022
আবেদন শেষ 26.07.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ

ব্যারাকপুর সাব ডিভিশনঃ Download

বসিরহাট সাব ডিভিশনঃ Download

বারাসাত সাব ডিভিশনঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-