পশ্চিমবঙ্গের বসু বিজ্ঞান মন্দিরে লোক নিয়োগ করার জন্য চাকরির অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। ভারতের ‘মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ পরিচালিত এই সংস্থায় প্রোজেক্ট অ্যাসোসিয়েট, প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট সহ আরো পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের ছেলে-মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা এতে আবেদন করবে।
West Bengal Bosu Bigyan Mandir Recruitment 2021
নোটিশ নম্বরঃ S/FEF/01/2021-22
গুরুত্বপূর্ন তারিখঃ
নোটিশ প্রকাশ | 09.11.2021 |
আবেদন শুরু | 09.11.2021 |
আবেদন শেষ | 24.11.2021 |
শর্ট লিস্ট তালিকা প্রকাশ | 09.12.2021 |
ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ | December 2021 |
যে পদগুলিতে নিয়োগ করা হবেঃ
(1) প্রোজেক্ট অ্যাসোসিয়েট II (Project Associate II)
(2) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant)
(3) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (Project Assistant)
(4) মাস্টার ট্রেইনার (Master Trainer)
শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতনঃ
(1) পদের নাম- প্রোজেক্ট অ্যাসোসিয়েট
বেতন- প্রতি মাসে 35,000 টাকা+ 24% HRA
বয়সসীমা- আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- M.Sc. ডিগ্রি করা থাকতে হবে। সেইসঙ্গে কমপক্ষে দুই বছরের বায়োলজি রিসার্চ কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1
(2) পদের নাম- অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
বেতন- প্রতি মাসে 18,000 টাকা+ 24% HRA
বয়সসীমা- আবেদনকারীর বয়স ৫০ বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- B.Sc. অথবা B.Com. ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদ- 1
(3) পদের নাম- প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট
বেতন- প্রতি মাসে 20,000 টাকা+ 24% HRA
বয়সসীমা- আবেদনকারীর বয়স ৫০ বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- B.Sc এর ডিগ্রি থাকতে হবে, সেই সাথে রুরাল ডেভেলপমেন্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 2
(4) পদের নাম- মাস্টার ট্রেইনার
বেতন- প্রতি দিন হিসেবে 710 টাকা, মাসে ২৬ দিন কাজ
বয়সসীমা- আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদ- 4
আবেদন প্রক্রিয়াঃ
বসু বিজ্ঞান এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। একটু নিচেই আবেদন করার লিংকটি আমরা দিয়ে রেখেছি। লিংকে ক্লিক করে ডাইরেক্ট আবেদন করতে পারবেন। লিংকে ক্লিক করে আবেদন পেজ খুললে ওখানে আবেদনকারীকে তার সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং কোনো পদের আবেদন করা হচ্ছে সেটি সিলেক্ট করে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করতে হবে।
আবেদন করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেশনের হার্ড কপিটি 01.12.2021 তারিখের মধ্যে বসু বিজ্ঞান এর ঠিকানায় পাঠাতে হবে।
অ্যাপ্লিকেশনের হার্ড কপি পাঠানোর ঠিকানাঃ
The Registrar(Officiating), Bose Institute, Block : EN-80, Sector-V, Bidhannagar, Kolkata-700091
আবেদন ফিঃ
অফিসিয়াল নোটিশে আবেদন ফি সম্পর্কে কিছু জানানো হয়নি।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো আপডেট- |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।