রাজ্যে বিভিন্ন শূন্যপদে শিশু সুরক্ষা ইউনিটে কর্মী নিয়োগ, ২৩ হাজার ১০০ টাকা মাসিক বেতন

West Bengal Child Protection Unit Various Post Recruitment

রাজ্যের আরো একটি জেলার শিশু সুরক্ষা দপ্তর (Child Protection Unit)-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রটেকশন অফিসার, কাউন্সিলর, ডাটা এনালিস্ট সহ আরও অন্যান্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। আপনাকে জানিয়ে রাখি, দার্জিলিং জেলাতে এই নিয়োগ করা হবে। 

দার্জিলিং জেলায় নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকেই ছেলে এবং মেয়ে সকল চাকরি প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় এই নিয়োগটি হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে। এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ, বেতন কাঠামো, বয়সসীমা, পদ অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। আপনি এখানে আবেদন করতে চাইলে মনোযোগ সহকার শেষ পর্যন্ত পড়ে নিন।

West Bengal Child Protection Unit Various Post Recruitment

West Bengal Child Protection Unit Various Post Recruitment

নোটিশ নম্বরঃ 756/DCPU/Dj/22

নোটিশ প্রকাশের তারিখঃ 28.09.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ প্রটেকশন অফিসার (Protection Officer)

বেতনঃ প্রার্থীদের এই পদের জন্য প্রতিমাসে 23,100 টাকা বেতন দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট বা সাইকোলজি বা পাবলিক পাবলিক হেলথের মতো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করেছে তারা এখানে আবেদনের যোগ্য।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(2) পদের নামঃ লিগাল কাম প্রবেশন অফিসার (Legal Cum Probation Officer)

বেতনঃ প্রার্থীদের এই পদের জন্য প্রতিমাসে 23,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে LLB পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অপারেশনে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(3) পদের নামঃ কাউন্সেলর (Counsellor)

বেতনঃ এই পদের জন্য বেতন হিসেবে প্রতিমাসে 15,400 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(4) পদের নামঃ ডাটা এনালিস্ট (Data Analysts)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 15,400 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(5) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 23,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার অপারেশনে যথেষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

নিয়োগ পদ্ধতিঃ

এখানে প্রার্থীদের লিখিত পরিক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

  • লিখিত পরীক্ষা – 80 নম্বর
  • কম্পিউটার টেস্ট – 10 নম্বর
  • ইন্টারভিউ – 10 নম্বর
আবেদন পদ্ধতিঃ
  1. শিশু সুরক্ষা দপ্তরের অন্তর্গত সমস্ত পদের জন্য সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. তাই যে সমস্ত প্রার্থীরা উপরের পদগুলির জন্য আবেদন করতে চায় তাদের প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
  3. তারপরে, ডাউনলোড করা অফিসিয়াল বিজ্ঞপ্তির 3 নং পেজে অবস্থিত আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
  4. এরপর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদনপত্রটিকে পূরণ করতে হবে।
  5. এরপরে নিচে উল্লেখ করা সমস্ত দরকারি নথিপত্রগুলিকে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যোগ করতে হবে।
  6. সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • বয়সের প্রমাণপত্র।
  • শিক্ষগত যোগ্যতা সার্টিফিকেট।
  • অভিজ্ঞতার প্রমাণপত্র।
  • কম্পিউটার সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

District Child Protection Unit, Office Of the District Magistrate, Kutchery Compound, Darjeeling-734101

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 28.09.2022
আবেদন শুরু 28.09.2022
আবেদন শেষ 04.11.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরে চাকরি

🎯 বর্ধমান ইউনিভার্সিটিতে নিয়োগ

🎯 রাজ্যের MJN সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ