পশ্চিমবঙ্গ সরকার জেনারেল শ্রেণীর পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের জন্য ইকোনমিকালি উইকার সেকশন (EWS) সার্টিফিকেট বিতরণ করা শুরু করেছে।
EWS সার্টিফিকেটধারী প্রার্থীরা পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো সরকারি চাকরি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ, ইউনিভার্সিটিতেই ভর্তির ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন।
পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া সম্পর্কে সমস্ত বিশদ তথ্য, কারা EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন, আবেদনের সময় নথির ধরন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হল।
পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের জন্য যোগ্যতা
(1) যারা SC, ST এবং OBC সংরক্ষণের প্রকল্পের আওতায় নেই তারা EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন।
(2) আবেদন করার বছরের আগের আর্থিক বছরে, প্রার্থীর পরিবারের মোট বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে।
(3) পরিবারের কারোর 5 একর বা তার বেশি কৃষি জমি থাকা যাবে না।
(4) 100 sq. yards এর বেশি বাড়ি থাকা যাবে না।
পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের সুবিধা
EWS সার্টিফিকেট হলো জেনারেল প্রার্থীদের জন্য সংরক্ষণ। এর ফলে জেনারেল প্রার্থীদের জন্য শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মোট আসনের 10 শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে আবেদনপত্রটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল অফিসারের কাছে জমা করতে হবে। তবে কলকাতার বাসিন্দারা ফর্মটি ফিলাপ করে DWO এর কাছে জমা দিতে পারবেন।
এর পরে, সংশ্লিষ্ট দফতর থেকে আবেদনকারীকে দুই সপ্তাহের মধ্যে যে কোন একটি তারিখে উপস্থিত হতে বলা হব, সেখানে family income and subcaste যাচাই করা হয়।
পরবর্তী ধাপে, পঞ্চায়েত এবং পৌর এলাকা কর্তৃপক্ষ আবার যাচাইকরণ করবে। এই পর্যায়ে, পঞ্চায়েত এবং পৌর এলাকার জন্য কৃষি জমি, আবাসিক বাড়ি ও জায়গা সম্পদের যাচাইকরণ BL এবং LRO দ্বারা করা হবে। অন্যদিকে, KMC এলাকায় এই যাচাই প্রক্রিয়া BL & LRO / Chief Valuer / সার্ভেয়ার দ্বারা করা হবে।
পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় নথি
পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে যেসব নথি প্রয়োজন, সেগুলি হলো-
(1) ভোটার কার্ড / প্যান কার্ড
(2) রাজ্যের স্থায়ী বসবাসের সার্টিফিকেট
(3) জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(4) মোট জমি ও সম্পত্তির নথি
(6) সেল্ফ ডিক্লেয়ারেশন
পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেট পাওয়ার সময়সীমা
সাধারণ ভাবে আবেদন করার 3 মাসের মধ্যে EWS সার্টিফিকেট হাতে পেয়ে যাওয়া যায়।
EWS সার্টিফিকেটের আবেদন করার ফর্ম
পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েরা EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইলে নিচের দেওয়া ডাউনলোড অপশানটিতে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করুন।
✅ EWS Form: Download
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 চাকরি ও কাজের আপডেট: Click Here