পশ্চিমবঙ্গে বিভিন্ন শূন্যপদে ইতিমধ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মেডিকেল অফিসার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি দেওয়া হবে।
একটি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। আজকের প্রতিবেদনে ইচ্ছুক প্রার্থীদের জন্য এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত বিবরণ আলোচনা করা হলো।
West Bengal Family Welfare Samiti Recruitment
নোটিশ নম্বরঃ DH&FW/COB/3819
নোটিশ প্রকাশের তারিখঃ 01.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (Clinical Psychologist)
বেতনঃ এই পদের জন্য 30,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 06 টি।
(2) পদের নামঃ পার্ট টাইম মেডিকেল অফিসার (Part Time Medical Officer)
বেতনঃ এই পদের জন্য 24,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি পাশ থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 64 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 02 টি।
(3) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA)
বেতনঃ এই পদের জন্য 13,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM/GNM কোর্স পাশ করে থাকতে হবে থাকতে হবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 06 টি।
(4) পদের নামঃ সিনিয়র টেকনিশিয়ান সুপারভাইজার (Senior Technician Supervisor)
বেতনঃ এই পদের জন্য 25,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(5) পদের নামঃ ফিমেল কাউন্সিলের (Female Counselor)
বেতনঃ এই পদের জন্য 20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/সোসিওলজি/হিউম্যান ডেভেলপমেন্ট বা এনথ্রপলজিতে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো বিস্তারিত জানতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ
- ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
- বৈধ ইমেইল আইডি কিংবা নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপর লগইন করে অনলাইনে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে Application ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল প্রার্থীদের কাছ থেকে 100 টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ভোটার কার্ড।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 01.08.2022 |
আবেদন শুরু | 01.08.2022 |
আবেদন শেষ | 09.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ডিএম (DM) অফিসে ক্লার্ক নিয়োগ
🎯 রাজ্যের পাবলিক স্কুলে হেড ক্লার্ক, ক্লার্ক এবং টিচিং স্টাফ নিয়োগ