রাজ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আজকের এই চাকরির নিয়োগের ব্যাপারে আমরা জানাবো। গ্রাম পঞ্চায়েত অফিসে ‘বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার’ (BDSP) পদে নিয়োগ করা হবে। এইবার আমরা নিচে একে একে চাকরির তথ্যগুলি জানাবো।
West Bengal Gram Panchayat BDSP Recruitment
নোটিশ মেমো নম্বরঃ 24/I/264/2021-22
নোটিশ প্রকাশের তারিখঃ 13.01.2022
পদের নামঃ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার (BDSP)
নিয়োগ সংস্থাঃ West Bengal State Rural Livelihoods Mission (State Mission Management Unit)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে (কমার্স বিষয়ে গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার দেওয়া হবে)
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 25 – 45 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
বেতনঃ প্রতিদিন হিসেবে ৩০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক এবং হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে।
যেসমস্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবেঃ
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 নিয়োগের অফিসিয়াল নোটিশটি নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করতে হবে।
Step-2 নোটিশের প্রথমে পেজেই আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে, ফর্মটি A4 পেজের কাগজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করার পর আবেদন করার ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে।
Step-4 ফর্ম ফিল আপ করার পর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স সংযুক্ত করে দিতে হবে।
Step-5 তারপর সেগুলি নিয়ে একটি পিডিএফ (PDF) বানাতে হবে এবং একটি খামে ভরতে হবে।
Step-6 আবেদনপত্রের ঐ কাগজগুলিকে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবং পিডিএফ ফাইলটিকে একটি ইমেলে পাঠাতে হবে।
আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর ঠিকানাঃ
- আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক- To The Block Development Officer Amdanga Development Vill- Rafipur, P.O- Arkhali, Amdanaga, P.S- Amdanga, Dist- North 24 Pgs, Pin-743221.
- হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লক- To The Block Development Officer Habra-I Development Block, Prafulla Nagar, Habra, Pin-743268.
আবেদনপত্রের PDF পাঠানোর ইমেলঃ
- আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক- [email protected]
- হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লক- [email protected]
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 13.01.2022 |
আবেদন শুরু | 13.01.2022 |
আবেদন শেষ | 16.02.2022 |
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে নিয়োগ
- রাজ্যে প্রাইমারী এবং অন্যান্য বিভাগে নিয়োগ
- অনেকগুলি শুন্যপদে গ্রুপ-C নিয়োগ