রাজ্যে অনেকগুলি গ্রুপ-C পদে নিয়োগ, মাসিক বেতন শুরু 22 হাজার টাকা

west bengal group c recruitment

রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক নতুন চাকরির খবর। সম্প্রতি রাজ্যে অনেকগুলি গ্রুপ C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে।

রাজ্যে গ্রুপ সি পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য আলোচনা করা হলো।

west bengal group c recruitment

নোটিশ নম্বরঃ DH&FWS/JGM/2022/1192 

নোটিশ প্রকাশের তারিখঃ 28.06.2022 

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (Clinical Psychologist)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 30,000 টাকা বেতন দেওয়া হয়।

বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি বা অ্যাপ্লাইড সাইকোলজিতে পোস্ট গ্রেজুয়েশন করা থাকতে হবে

মোট শূন্যপদঃ 02 টি।

(2) পদের নামঃ নিউট্রিশনিস্ট (Nutritionist)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য প্রার্থীকে ফুড এন্ড নিউট্রেশনে B.sc বা M.sc করা থাকতে হবে। এছাড়াও বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

(3) পদের নামঃ ডিস্ট্রিক্ট ম্যানেজার (District Manager)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 40,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য প্রার্থীকে MBBS/ডেন্টাল/ আয়ুস/নার্সিং এ গ্রাজুয়েশন করা থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

(4) পদের নামঃ কো-অর্ডিনেটর (Co-Ordinators)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 32,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য প্রার্থীকে Inter CA/ Inter IWC A/ M.Com বা MBA  করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

(5) পদের নামঃ ব্লক এপিডেমায়োলজিস্ট (Block Epidemiologist)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য প্রার্থীকে Life Science বা Epidemiology তে Ph.D/M.Phil    করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও পাবলিক হেলথ এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

(6) পদের নামঃ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য প্রার্থীকে Life Science তে B.Sc করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও পাবলিক হেলথ্ এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 

(7) পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)

বেতনঃ ল্যাব টেকনিশিয়ান পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MLT বা DLT তে ডিপ্লোমা করা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 02 টি। 

(8) পদের নামঃ মেডিকেল অফিসার (Medical Officer)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের ইর্ন্টানশিপ সহ MBBS করা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 04 টি। 

(9) পদের নামঃ স্টাফ নার্স (Staff Nurse)

বেতনঃ উপরিউক্ত পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রার্থীকে GNM নার্সিং বা B.Sc নার্সিং করে থাকতে হবে এবং আঞ্চলিক ভাষায় দক্ষ থাকতে হবে।

মোট শূন্যপদঃ 04 টি। 

(10) পদের নামঃ ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)

বেতনঃ ব্লক ডাটা ম্যানেজার পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা গ্রেজুয়েশন করা থাকতে হবে এছাড়া কমপক্ষে 3-5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

নিয়োগ পদ্ধতিঃ 
  • লিখিত পরীক্ষা।
  • কম্পিউটার টেস্ট।
  • একাডেমিক স্কোর।
  • ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ 
  1. উপরিউক্ত পদগুলির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়ার লিংক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  3. প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
  4. নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
  5. উল্লেখিত নথিপত্রগুলি আপলোড করতে হবে।
  6. অবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ

উপরিউক্ত পদগুলির জন্য জেনারেল প্রার্থীদের আবেদন ফি হিসেবে 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 50 টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. অভিজ্ঞতার প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 28.06.2022
আবেদন শুরু 29.06.2022
আবেদন শেষ 13.07.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-