পশ্চিমবঙ্গ হস্তশিল্প উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডক্রাফ্টস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনকারী প্রার্থীদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকেই ছেলে এবং মেয়ে সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে অনেকগুলি পদ থাকায় যেপদের জন্য আপনার যোগ্যতার বিষয়টি মিলবে এবং যে পদে চাকরি করতে আপনি ইচ্ছুক তাতে আবেদন করবেন। সমস্ত পদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন। এই প্রতিবেদনে সমস্ত পদ, বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য তথ্য বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
West Bengal Handicrafts Development Corporation Recruitment 2022
নোটিশ নম্বরঃ 2707/08C/EST/HDC/22-23
নোটিশ প্রকাশের তারিখঃ 17.11.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
হস্তশিল্প উন্নয়ন দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (West Bengal Handicrafts Development Recruitment Details)
(1) পদের নামঃ জুনিয়র ক্যাটাগরি ম্যানেজার (Junior Category Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে ও যথেষ্ট কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ফ্যাশন ও রিটেল সম্পর্কে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ জুনিয়র ক্যাটাগরি ম্যানেজার (Junior Category Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে ও যথেষ্ট কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ফ্যাশন ও রিটেল সম্পর্কে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার (Junior Quality Control Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে ও যথেষ্ট কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে ফ্যাশন ও কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 2 টি।
(4) পদের নামঃ জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট (Junior Quality Control Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে ও যথেষ্ট কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ফ্যাশন ও রিটেল সম্পর্কে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(5) পদের নামঃ জুনিয়র সেন্ট্রাল স্টোর অ্যাসিস্ট্যান্ট (Junior Central Store Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে ও ভালো কমিউনিকেশন স্কিলসহ যথেষ্ট কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(6) পদের নামঃ গ্রুপ D এক্সপেরিয়েন্সড (Group D Experienced)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 13,500 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ও যথেষ্ট কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
মোট শূন্যপদঃ 4 টি।
(7) পদের নামঃ জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং (Junior Manager Digital Marketing)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্স বিষয়ে B.Sc বা B.E বা BCA বা MCA পাশ করে থাকতে হবে ও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(8) পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল মার্কেটিং (Junior Assistant Digital Marketing)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে ও ভালো কমিউনিকেশন স্কিল সহ যথেষ্ট কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(9) পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার হার্ডওয়্যার (Junior Assistant Computer Hardware)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ও কম্পিউটার হার্ডওয়ার ও নেটওয়ার্কিং কোর্স করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(10) পদের নামঃ জুনিয়র সেলস কাম একাউন্ট অ্যাসিস্ট্যান্ট (Junior Sales Cum Account Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটার ও ট্যালির নলেজ থাকতে হবে
মোট শূন্যপদঃ 2 টি।
(11) পদের নামঃ জুনিয়র সেলস কাম অফিস অ্যাসিস্ট্যান্ট (Junior Sales Cum Office Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটার ও ট্যালির নলেজ থাকতে হবে
মোট শূন্যপদঃ 2 টি।
হস্তশিল্প উন্নয়ন দপ্তরে নিয়োগ ২০২২, নিয়োগ পদ্ধতি (WB Handicrafts Development Recruitment 2022, Recruitment Process)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
হস্তশিল্প উন্নয়ন দপ্তরে নিয়োগ ২০২২, আবেদন পদ্ধতি (West Bengal Handicrafts Development Recruitment 2022, Application Process)
(1) এই চাকরির জন্য আবেদন পদ্ধতিটি একটু ভিন্ন। অনলাইনেই আবেদন করতে হবে, তবে ইমেলের মাধ্যমে। কীভাবে আবেদন করতে হবে তা ভালো করে জেনে নিন।
(2) আবেদনকারীকে তার একটি বায়োডাটা বানাতে হবে। ঐ বায়োডাটায় নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তাও উল্লেখ করবেন এবং সমস্ত দরকারি তথ্য দিতে হবে।
(3) তারপর ঐ বায়োডাটার একটি পিডিএফ ফাইল বানাতে হবে। সবশেষে বায়োডাটার পিডিএফ ফাইলটি নিচের দেওয়া ইমেলে পাঠাতে হবে।
আবেদনপত্রের পিডিএফ পাঠানোর ইমেলঃ [email protected]
হস্তশিল্প উন্নয়ন দপ্তরে নিয়োগ ২০২২, গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 17.11.2022 |
আবেদন শুরু | 17.11.2022 |
আবেদন শেষ | 09.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে হেলথ মিশনের অধীনে চাকরি
🎯 নালকো (NALCO)-তে নিয়োগ শুরু হলো
🎯 রাজ্যের WBPSC থেকে নতুন চাকরির নোটিশ