পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একাধিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আমাদের ওয়েবসাইটে আপডেট দিয়েছি।
আজকে আরও একটি স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি নিয়ে আমাদের এই প্রতিবেদন। এই বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে মোট 2,484 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আর দেরি না করে এইবার আমরা সরাসরি ২০০০ এর বেশি শূন্যপদের জন্য ঠিক কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত হলে আবেদন করা যাবে, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি নিচে থেকে পরপর জেনে নেবো।
West Bengal Health and Family Welfare Department 2484 Vacancy Notice
নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: R/Staff Nurse Grade-II/ Basic & Post Basic B.Sc. Nursing/45/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 02.12.2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম:
স্টাফ নার্স, গ্রেড-II (Basic B.Sc. Nursing and Post- Basic B.Sc. Nursing)
মাসিক বেতন:
প্রতিমাসে 7,100 থেকে 37,600 টাকা, সেইসাথে 3,600 টাকা গ্রেড পে দেওয়া হবে। প্রতিমাসে কমকরে 27 হাজার 632 টাকা বেতন পাওয়া যাবে।
বয়সসীমা:
স্টাফ নার্স, গ্রেড-II পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব করা হবে 01 জানুয়ারী 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিল এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে Basic B.Sc. (Nursing)/ Post- Basic B.Sc. (Nursing) কোর্স পাস করে থাকতে হবে।
- পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিল এ মহিলা অথবা পুরুষ Nurse Midwifery হিসেবে রেজিস্ট্রেশন করে থাকতে হবে।
- সেইসাথে বাংলা/নেপালি ভাষায় কথা বলতে এবং লিখতে পারতে হবে।
শূন্যপদ:
এক্ষেত্রে মোট শূন্যপদ আছে 2,484 টি (Basic B.Sc. Nursing- 2303 এবং Post- Basic B.Sc. Nursing- 1811)
নিয়োগ প্রক্রিয়া:
অ্যাকাডেমিক স্কোর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে।
- অ্যাকাডেমিক স্কোর- 75 নম্বর
- অভিজ্ঞতা- 10 নম্বর
- ইন্টারভিউ- 15 নম্বর
আবেদন প্রক্রিয়া:
(1) পশ্চিমবঙ্গের হেলথ রেক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট (www.wbhrb.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে।
(3) রেজিস্ট্রেশন করার পর লগইন প্রক্রিয়া শেষ করে আবেদনের মেন পেজ খুলে যাবে।
(4) সেখানে আবেদনকারীকে পদের নাম নির্বাচন করতে হবে এবং অন্যান্য দরকারি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে অনলাইন ফর্ম ফিলাপ করে নিতে হবে।
(5) সবশেষে অনলাইনে পূরণ করার তথ্যগুলি মিলিয়ে নিয়ে আবেদন ফি জমা দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট (Final Submit) করতে হবে।
আবেদন ফি:
- অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেক আবেদনকারী প্রার্থীকে 210 টাকা আবেদন ফি জমা করতে হবে।
- পশ্চিমবঙ্গের SC, ST শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন করার জন্য কোন টাকা জমা দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 02.12.2022 |
আবেদন শুরু | 09.12.2022 |
আবেদন শেষ | 23.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের ফুড সেফটি বিভাগে চাকরি