WB ICDS Recruitment 2024: জেলায় জেলায় নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

West Bengal ICDS Recruitment 2024:পশ্চিমবঙ্গে আবারো নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। এই মুহূর্তে রাজ্যের বেশ কয়েকটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

এই মুহূর্তে পশ্চিম বর্ধমান, বাকুড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। 

প্রথমেই জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা অন্য কোনো জেলায় আবেদন করতে পারবেন না অর্থাৎ আবেদনের জন্য নির্দিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে। এখন আমরা এই নিয়োগের বিস্তারিত তথ্য এক এক করে জেনে নেব।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য 

যে সমস্ত পদে নিয়োগ করা হবে 

১. অঙ্গনওয়াড়ি কর্মী 

২. সহায়িকা 

আবেদন করার জন্য দরকারি বয়সসীমা 

অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করার জন্য আবেদনকারিনী মহিলার বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বাধিক ৩৫ বছর হতে হবে।  

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা 

স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন করা যাবে।

মোট শূন্যপদ সংখ্যা

রাজ্যের এই চারটি জেলায় মোট 834 টি শূন্যপদ রয়েছে। শূন্যপদের বিন্যাস হলো নিম্নরূপ-

দুর্গাপুর (1)-6 টি, দুর্গাপুর (2)- 15 টি, আসানসোল (1)- 139 টি, আসানসোল (2)- 66 টি, ফরিদপুর-41 টি, বারাবনী-44 টি, সালানপুর-52 টি, কুলটি-108 টি, পাণ্ডবেশ্বর-60 টি, অন্ডাল-40 টি, কাঁকসা-114 টি, জামুরিয়া (শহর)- 22 টি, রানীগঞ্জ (গ্রামীণ)-89 টি, রানীগঞ্জ (শহর)-38 টি। 

আবেদন পদ্ধতি (অনলাইন)

আইসিডিএস (ICDS) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোন উপায়ে আবেদন করা যাবে না। 

আবেদনের জন্য দরকারি নথিসমূহ

(১) বয়সের প্রমাণ পত্র 

(২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র 

(৩) ভোটার কার্ড 

(৪) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট 

(৫) জাতি গত বা কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে) 

(৬) প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হলে) 

(৭) EWS সার্টিফিকেট (প্রযোজ্য হলে)

নিয়োগ প্রক্রিয়া 

লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই নিয়োগ করা হবে। 

প্রশিক্ষণ (Training)

নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কাজ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় এই প্রশিক্ষণ হতে পারে।  

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরু: ২১ আগস্ট ২০২৪ 

আবেদন শেষ: ১৮ সেপ্টেম্বর ২০২৪

আরো আপডেট: রাজ্যের দফতরে গ্রুপ-ডি, গ্রুপ-সি চাকরি! ২০ হাজার টাকা মাসিক বেতন

গুরুত্বপুর্ণ লিঙ্ক

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার লিঙ্ক: Apply Now

Leave a Comment