অনেকদিন অপেক্ষার পর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (KMC) এর তরফ থেকে বিভিন্ন গ্রুপ-সি (Group C) পদে কর্মী নিয়োগ এর প্রক্রিয়া শুরু হল। কলকাতার বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিভাগে এই নিয়োগটি করা হবে। এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই চাকরি প্রার্থীরা অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবে।
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation) এর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন গ্রুপ-সি চাকরির জন্য কোন কোন পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা কয়টি, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত তথ্যগুলি নিচে থেকে জেনে নিন, তারপরে যেকোনো একটি পদ নির্বাচন করে আবেদন করুন।
West Bengal KMC Group C Recruitment 2022
KMC গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত তথ্য
(1) পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট- টেকনিক্যাল (Project Associate Technical)
মাসিক বেতন- প্রতি মাসে 35 হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে। নোটিশ প্রকাশের তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং সিভিল/আর্কিটেকচার এবং Planning/ Chemical Engineering এর অনার্স গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
শূন্যপদ- 1 টি
(2) পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
মাসিক বেতন- প্রতি মাসে 11 হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 30 বছরের কম থাকতে হবে। নোটিশ প্রকাশের তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সেই সাথে কম্পিউটারে MS Office এর কাজের জ্ঞান থাকতে হবে।
শূন্যপদ- 2 টি (UR1, SC-1)
(3) পদের নাম- সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটস (Senior Project Associates)
মাসিক বেতন- প্রতি মাসে 42 হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে। নোটিশ প্রকাশের তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং সিভিল/আর্কিটেকচার এবং Planning/ Chemical Engineering এর মাস্টার ডিগ্রি থাকতে হবে।
শূন্যপদ- 2 টি (UR1, SC-1)
(4) পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর (Project Associate Administrator)
মাসিক বেতন- প্রতি মাসে 35 হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে। নোটিশ প্রকাশের তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে এমবিএ (MBA) ডিগ্রী করতে হবে।
শূন্যপদ- 1 টি
(5) পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট আইটি (Project Associate IT)
মাসিক বেতন- প্রতি মাসে 35 হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে। নোটিশ প্রকাশের তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সটি অথবা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে MCA/ B.Tech করতে হবে।
শূন্যপদ- 1 টি
নিয়োগের স্থান:
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে কলকাতায় নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের আবেদন পত্র প্রথমে স্ক্রুটিনি করা হবে। তারপর যোগ্য প্রার্থীদের আবেদন পত্রের ভিত্তিতে শর্টলিস্ট হবে। এরপর শর্ট লিস্টে নাম থাকা আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবে।
(2) আবেদন করার জন্য সর্বপ্রথম নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
(3) অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে। ফর্মটি A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।
(4) এরপর নাম, কোন পদের জন্য আবেদন করা হচ্ছে সেটির নাম, বাবার নাম, জন্ম তারিখ সহ ইত্যাদি তথ্য দিয়ে আবেদন করার ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
(5) ফর্ম সঠিকভাবে পূরণ করার পর তার সাথে দরকারি ডকুমেন্টস গুলিকে নিয়ে একসাথে একটি পিডিএফ (PDF) ফাইল বানাতে হবে।
(6) তারপর আবেদনপত্রের ওই পিডিএফ ফাইলটি নিচের দেওয়া ইমেইল এড্রেসে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ইমেল:
আবেদন ফি:
KMC এর এই গ্রুপ-সি চাকরির জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোন আবেদন ফি নেওয়া হচ্ছে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 22.09.2022 |
আবেদন শুরু | 22.09.2022 |
আবেদন শেষ | 14.10.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান