রাজ্যের জমি অধিগ্রহন দপ্তরে নিয়োগ, ক্লার্ক এবং সার্ভেয়ার পদে চাকরি

west bengal land acquisition department recruitment

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আবারও এক নতুন চাকরির খবর। সম্প্রতি রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্লার্ক এবং সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে।

রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো।

west bengal land acquisition department recruitment

নোটিশ নম্বরঃ 533(65)/LA 

নোটিশ প্রকাশের তারিখঃ  27.06.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ সার্ভেয়ার (Surveyor)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 27000 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। এছাড়াও যে সমস্ত প্রার্থীর জমি অধিগ্রহণ দপ্তরের কাজের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবে।

মোট শূন্যপদঃ 05 টি।

(2) পদের নামঃ ক্লার্ক (Clerk)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। এছাড়াও যে সমস্ত প্রার্থীর জমি অধিগ্রহণ দপ্তরের কাজের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবে।

মোট শূন্যপদঃ 04 টি।

বয়সসীমাঃ

উপরিউক্ত উভয় পদের ক্ষেত্রে আবেদনের জন্য 01.07.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 63 বছরের মধ্যে হতে হবে।

চাকরির ধরনঃ  ছয় মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। 

নিয়োগ পদ্ধতিঃ 

এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করে নিয়োগ করা হবে। 

ইন্টারভিউয়ের তারিখঃ  12 জুলাই 2022

ইন্টারভিউয়ের সময়ঃ  দুপুর 12 টার সময় থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। 

ইন্টারভিউয়ের স্থানঃ Office of the District Magistrate, Paschim Medinipur. 

আবেদন পদ্ধতিঃ 

এক্ষেত্রে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। ইন্টারভিউয়ের দিন আবেদনকারী প্রার্থীকে তার একটি বায়োডাটা এবং দরকারি কিছু ডকুমেন্ট নিয়ে হাজির হতে হবে।

ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. PPO (Pension Payment Order)
  2. ভোটার কার্ড অথবা আঁধার কার্ড
  3. দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি
  4. অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
  5. মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট  

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-