রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি- 27,000 টাকা মাসিক বেতন

West Bengal Land Reforms Recruitment

রাজ্যে ভূমি সংস্কার দপ্তরের অধীনে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরির জন্য নির্বাচিত হলেই প্রতি মাসে 27,000 টাকা করে বেতন পাওয়া যাবে। সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে। কিন্তু এখানে বিশেষ শিক্ষাগত যোগ্যতা ছাড়া আবেদন করা যাবে না।

তাই এই চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় গুলি ভালো করে জেনে নিতে হবে। আবেদন করার আগে অবশ্যই নিয়োগের বিস্তারিত তথ্য নিচে থেকে জেনে নেবেন। 

West Bengal Land Reforms Recruitment

West Bengal Land Reforms Recruitment

নোটিশ মেমো: নম্বর402/22-RC

নোটিশ প্রকাশের তারিখ: 20.09.2022

আবেদনের মাধ্যম: অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে

নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)

পদের নাম: সফটওয়্যার ডেভলপার (Software Developer)

বেতন: প্রতিমাসে ২৭ হাজার টাকা। 

বয়সসীমা: অফিশিয়াল বিজ্ঞপ্তিতে এই চাকরির জন্য বয়সসীমা সম্পর্কে কিছু জানানো হয়নি। 

শিক্ষাগত যোগ্যতা: MCA 1st class অথবা IT/ Computer Science বিষয়ে MSc 1st class অথবা IT/ Computer Science বিষয়ে BE 1st class অথবা IT/ Computer Science/ Electronics and Telecommunication বিষয়ে ফার্স্ট ক্লাস পেয়ে B.Tech পাশ করতে হবে। 

শূন্যপদ: 1 টি 

চাকরির ধরন: এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়া:

অফিসিয়াল বিজ্ঞপ্তির একেবারে শেষের পেজে আবেদন করার একটি ফর্ম দেওয়া আছে। ওই ফর্মটি ফিলাপ করে জমা করতে হবে।

তাই সর্ব প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে শেষের পেজে থাকা  ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। 

প্রিন্ট করার পর ফর্মটিকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর দরকারী সমস্ত ডকুমেন্টের জেরক্স গুলি আবেদন করার ফর্মের সাথে যুক্ত করতে হবে।

এরপর আবেদন করার ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস গুলিকে একসাথে নিয়ে একটি পিডিএফ (PDF) ফাইল বানাতে হবে।

ওই পিডিএফ ফাইলটিকে নিচের দেওয়া ইমেইলে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। 

আবেদনপত্রের PDF পাঠানোর ইমেল: 

[email protected]

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 20.09.2022
আবেদন শুরু 20.09.2022
আবেদন শেষ 14.10.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 SSC গ্রুপ-B নিয়োগের বিজ্ঞপ্তি 

🎯 রাজ্যের জেলা স্বাস্থ্য ভবনে চাকরির বিজ্ঞপ্তি

🎯 রাজ্যে বেঞ্চ ক্লার্ক, কাউন্সিলর পদে চাকরি