1/8: চলতি বছরের 12 মে থেকে 12 জুন পর্যন্ত রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছিল। মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সম্ভাব্য মোট 1729 টি শূন্যপদে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের।
2/8: মাদ্রাসাতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে এই বিজ্ঞপ্তি জারি করার পরে কেটে গেছে দীর্ঘ দেড় মাস। কিন্তু নিয়োগের প্রক্রিয়া শুরু কবে হবে?
3/8: শিক্ষক নিয়োগ করতে তৎপর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। এর জন্য এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের চিঠি পাঠানো হয়েছে। কমিশনের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরীক্ষার জন্য স্থান বা ভেনু সম্পর্কিত তথ্য তাড়াতাড়ি কমিশনকে জানাতে হবে।
4/8: ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেই সম্ভাব্য পরীক্ষাটি নেওয়া হতে পারে। এবারের নিয়োগটি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা হতে চলেছে (7th SLST-AT, 2023)।
5/8: সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে সেপ্টেম্বরের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে। এখানে মোট দুই অর্ধে পরীক্ষা নেওয়া হবে। মোট আড়াই ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের।
6/8: প্রথমার্ধে প্রথম থেকে চতুর্থ শ্রেণী এবং নবম এবং দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে।
7/8: শিক্ষক নিয়োগের এই পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য ভালো পরিকাঠামো ও উপযুক্ত পরীক্ষা কেন্দ্র বাছাইয়ের কাজ চলছে বর্তমানে। জানা গিয়েছে, প্রতিটি কেন্দ্রে প্রায় 500 পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
WB Madrasah Teacher Recruitment 2023, Exam Update pic.twitter.com/pd2dTUs1yW
— Kaj Karmo- কাজকর্ম (@KajKarmo) August 16, 2023
8/8: পরীক্ষার কেন্দ্রগুলি জেলা/ উপ-বিভাগীয় স্তরেও অবস্থিত হতে পারে। এই সম্পর্কিত সমস্ত তথ্য সংশ্লিষ্ট ডিএমদের 18 অগাস্টের মধ্যে কমিশনকে জানাতে হবে। এই পর্বের পরেই সম্ভবত পরীক্ষা নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল
👉 কলকাতা মেট্রো রেলে চাকরি, কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 শিশু হেল্পলাইনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-D পদে চাকরি