রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট এন্ড ফাইনান্স কর্পোরেশনের তরফ থেকে ইতিমধ্যেই এডুকেশন সুপারভাইজার পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে সকলেই আবেদনের যোগ্য।
রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীর এখানে আবেদন করতে পারবে। সব থেকে ভালো বিষয় হলো এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
তাহলে চলুন আর বেশি দেরি না করে একে একে দেখে নিই এই নিয়োগ সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত দরকার, শূন্য পদের সংখ্যা কটি, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি তথ্য।
West Bengal Minorities Development Education Supervisor Recruitment
নোটিশ নম্বরঃ 4570 -MDCIESE-1118
নোটিশ প্রকাশের তারিখঃ 08.11.2022
রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (Minority Development Recruitment Details)
পদের নাম
এডুকেশন সুপারভাইজার (Education Supervisor)
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং O লেভেলের কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা
এখানে আবেদনকারি প্রার্থীর বয়স 1.1.2022 তারিখ অনুযায়ী 20 থেকে 40 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থী ও OBC প্রার্থীদের জন্য যথাক্রমে 5 বছর ও 3 বছরের ছাড় দেওয়া হবে।
মোট শূন্যপদ
মোট 1 টি শূন্যপদে নিয়োগ হবে।
নিয়োগ পদ্ধতি
এই পদে আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল 11 টা
ইন্টারভিউয়ের তারিখঃ 20.12.2022
ইন্টারভিউয়ের ঠিকানা
Office of the West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-271E Sector- 1, Salt Lake, Kolkata-700064
আবেদন পদ্ধতিঃ
ইচ্ছুক প্রার্থীদের এখানে কোনোরকম আবেদন করতে হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা নিয়ে উপস্থিত হতে হবে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
(1) প্রথমে নিচে দেওয়া লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।
(2) এরপরে অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে দেওয়া বায়োডাটার ফর্মটি ডাউনলোড করে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
(3) এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য ভালোভাবে লিখে বায়োডাটা পুরুণ করতে হবে।
(4) এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড করে বায়োডাটার সাথে যুক্ত করতে হবে।
(5) এরপরে বায়োডাটা ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 08.12.2022 |
আবেদন শুরু | 08.12.2022 |
আবেদন শেষ | 20.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Click Here |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কলকাতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে JRF নিয়োগ
🎯 রাজ্যের কলেজে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়া নিয়োগ
🎯 রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 3,608 শূন্যপদে কর্মী নিয়োগ