প্রতিদিনের মতো আজকেও এক নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম। পশ্চিমবঙ্গের কোলকাতা ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পিয়ার সাপোর্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
রাজ্যে পিয়ার সাপোর্ট পদে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
রাজ্যে পিয়ার সাপোর্ট পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য আলোচনা করা হলো।
নোটিশ নম্বরঃ STM/DT/01/268/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 08.07.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
পিয়ার সাপোর্ট (Peer Support)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
উক্ত পদের জন্য আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় দক্ষ থাকতে হবে।
মোট শূন্যপদঃ
01 টি।
আবেদন পদ্ধতিঃ
- এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে।
- নোটিশে দেওয়া আবেদন করার ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে।
- এরপরে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্র গুলি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
- এরপর আবেদনপত্র এবং নথিপত্রগুলি একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- সেল্ফ অ্যাটিস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ
School of Tropical Medicine, Ground Floor, 108, Chittaranjan Avenue, Kolkata – 700073.
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 08.07.2022 |
আবেদন শুরু | 08.07.2022 |
আবেদন শেষ | 20.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-