1/9: ‘সুপারটেট’ (Super TET) এর মাধ্যমে ২০২২ এর টেট পাশেদের যতটা সম্ভব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে প্রাইমারি শিক্ষা পর্ষদ। রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে একের পর এক নাম জড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের। নানান স্তরের দলীয় নেতারা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন অযোগ্য প্রার্থীদের, এমন অভিযোগ উঠছে।
2/9: এমতাবস্থায় নিজেদের ভাবমূর্তি পুনরায় উজ্জ্বল করতে নানান প্রয়াস নিয়েছে তৃণমূল। চলছে প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন ভাবনা চিন্তা এবং জারি হচ্ছে নতুন নতুন সার্কুলার এবং নিয়ম।
3/9: প্রতি দিনই প্রায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একের পর এক নতুন নিয়ম আনার চিন্তা-ভাবনা করা হচ্ছে। বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে জানা যাচ্ছে যে গত 2022 সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নেওয়া টেট পরীক্ষাতে দেড় লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
4/9: তবে এখনও টেটের রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট প্রকাশ করেনি পর্ষদ। এই লিস্ট বেরোবার পরে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের শিক্ষক পদে নিয়োগ করা অত্যন্ত সময় সাপেক্ষ প্রক্রিয়া। আবার পর্ষদ 2022 এর টেট পরীক্ষায় উত্তীর্ণদের তাড়াতাড়ি ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ করতে চাইছে।
5/9: ফলত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ভাবনাচিন্তা করা হচ্ছে, 2022 সালের টেট উত্তীর্ণ লক্ষাধিক পরীক্ষার্থীদের স্বল্প সময়ে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলে নিয়োগ দেওয়ার জন্য আরেকটি অন্য পরীক্ষার নেওয়া হতে পারে। টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য যে অন্য একটি পরীক্ষা নেওয়া হবে বলে পর্ষদের তরফে চিন্তা ভাবনা করা হচ্ছে, সেই পরীক্ষার নাম রাখা হচ্ছে সুপারটেট (Super TET)।
6/9: যদিও সুপারটেট চালু করার ব্যাপারটি এখনও পর্যন্ত চিন্তা ভাবনার স্তরেই রয়েছে তবে এই সিদ্ধান্ত কার্যকরী হবার সম্ভাবনা বেশ জোরালো। তবে পর্ষদের তরফে এই নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয় নি।
7/9: অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সুপারটেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করার বিষয়টি দারুণ যুক্তিযুক্ত। কারণ 2022 সালের টেটে প্রায় দেড় লাখ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন আবার অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলাতে 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের প্রক্রিয়া চলছে। ইন্টারভিউ পর্ব চলবে মে মাস অবধি।
8/9: ইন্টারভিউ শেষে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে পর্ষদের তরফে। এর ঠিক পরেই 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু করে ফেলতে চাইছে পর্ষদ। তাই সুপারটেট নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। সুপারটেট চালু হলে প্রচুর পরিমাণে সময় বাঁচানো সম্ভব হবে।
9/9: প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল (Goutam Pal) সাংবাদিকদের গত বছরেই জানান যে, 2023 সাল থেকে রাজ্যে বছরে মোট দুই বার করে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা, অর্থাৎ টেট নেবে পর্ষদ। অতএব, প্রাথমিক স্তরের সমস্ত শূন্যপদগুলি শীঘ্রই পূরণ করার জন্য যে প্রচেষ্টা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তা বেশ বোঝা যাচ্ছে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- রাজ্যের বিশ্ববিদ্যালয়ে 40 হাজার টাকা বেতনের চাকরি
- পশ্চিমবঙ্গ পুলিশে গ্রুপ-D পদে চাকরি
- চলতি বছরেই আবার নেওয়া হবে টেট- জানুন বিস্তারিত