রাজ্যের একটি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ- ৩০ অক্টবরের আগেই আবেদন করতে হবে

West Bengal Public School Various Subjects Teacher Recruitment

কলকাতার অন্তর্গত একটি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শিক্ষকের চাকরির জন্য অপেক্ষারত প্রার্থীদের সামনে এটি একটি দারুন সুযোগ হতেই পারে।

ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সাইন্স, ইকোনমিক সহ বিভিন্ন বিষয়ে নিয়োগ করা হবে। রাজ্যের অন্তর্গত সকল জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে।

আবেদন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন নিয়ে লেখা হয়েছে আজকের প্রতিবেদন। কোন কোন বিষয়ে নিয়োগ করা হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কত থাকতে হবে, বেতন কত দেওয়া হবে, মোট শূন্য পদের সংখ্যা কত, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি প্রশ্নের উত্তর নিচে বিস্তারিত তুলে ধরা হলো।

West Bengal Public School Teacher Recruitment

West Bengal Public School Various Subjects Teacher Recruitment

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ PGT (Class XI – XII)

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে প্রায় 71,328 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর সহ B.Ed ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকৃত প্রার্থীর বয়স 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবেঃ

  • English
  • Mathematics
  • Physics
  • Chemistry
  • Biology
  • Computer Science
  • Economics
  • Accountancy
  • History
  • Geography
  • এছাড়াও আরও অন্যান্য। 

(2) পদের নামঃ PGT (Class VI – X)

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে প্রায় 67,521 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর সহ B.Ed ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকৃত প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবেঃ

  • English
  • Mathematics
  • Physics
  • Chemistry
  • Biology
  • History
  • Geography
  • Hindi
  • Bengali
  • Sanskrit
  • এছাড়াও আরও অন্যান্য।

(3) পদের নামঃ PRT (Class I – VI)

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে প্রায় 54,126 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ B.Ed ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকৃত প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবেঃ

  • English
  • Mathematics
  • Science
  • EVS
  • Social Studies
  • Hindi
  • Bengali
  • Art
  • French
  • Music
  • এছাড়াও আরও অন্যান্য।

(4) পদের নামঃ অ্যাডমিনিস্ট্রেটর (Administrator)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(5) পদের নামঃ সিনিয়র একাউন্টেন্ট (Senior Accountant)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতিঃ
  • ইচ্ছুক প্রার্থীরা পাবলিক স্কুলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার লিংক এই পেজের নিচেও পেয়ে যাবেন। 
  • নিচের দেওয়া লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে নিজের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করে আবেদন পত্রটিকে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন শেষঃ 30.10.2022

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ চলছে

🎯 রাজ্যে ডাটা এনট্রি অপারেটর (DEO) সহ বেশ কয়েকটি পদে নিয়োগ

🎯 দুর্গাপুরে গেস্ট কোচ নিয়োগ, লিখিত কোনো পরীক্ষা ছাড়া চাকরি