রাজ্যের রেশম বিভাগে ক্লাস-5 পাশে গ্রুপ-D পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। চলতি বছরের শুরু থেকেই একাধিক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েই চলেছে।
এবার রাজ্য সরকারের রেশম বিভাগের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রার্থীদের রেশম বিভাগে গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে আবেদনপত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হল।
এবার আসুন আর বেশি সময় নষ্ট না করে সংক্ষিপ্ত নজরে দেখে নেওয়া যাক রেশম বিভাগে গ্রুপ D পদের এই নিয়োগের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে।
নোটিশ নম্বরঃ 330(9)/ সনির্ভর দল
নোটিশ প্রকাশের তারিখঃ 19.07.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইন (Offline Application) এর মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
গ্রুপ-D (রেশম দপ্তর- Group D, Resham Department)
বেতনঃ
উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে দৈনিক মজুরি (Per Day Salary) হিসেবে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণী (Class-5 Pass) পাশ হলেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ
1.07.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ
এখানে সর্বমোট 15 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
কাজের প্রকৃতিঃ
- নির্বাচিত প্রার্থীদের প্রতিদিনে আট ঘন্টা করে কাজ করতে হবে এবং ফার্মের নিয়ম মেনে চলতে হবে।
- প্রার্থীকে মাঠের যেকোনো কাজ যেমন- কোদাল দিয়ে মাটি খোড় দেওয়া, রেশন বীজের উৎপাদন, গাছ ছাটাই, পশুপালন, সেচ দেওয়া ইত্যাদি কাজ ধারাবাহিকভাবে করতে সক্ষম থাকতে হবে।
- প্রার্থীদের বাসস্থান বহরমপুর সেন্ট্রাল নার্সারি এবং সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে 5 কিমি দূরত্বের মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ
- কারীগণের সক্ষমতা।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
- উক্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিংক থেকে নোটিশের সাথে যুক্ত আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- এরপরে আবেদনপত্রটি সঠকভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্র গুলি আবেদনপত্রের সাথে ভালো করে যুক্ত করতে হবে।
- এরপর আবেদনপত্রটি একটি খামে ভরে মুখবন্ধ করে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- আধার কার্ড (Aadhar Card)
- ভোটার কার্ড (Voter Card)
- বয়সের প্রমাণপত্র।
- স্থায়ী বাসস্থানের দূরত্ব সম্পর্কিত প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
উপ-অধিকর্তা রেশম শিল্প দপ্তর, ১ নং ক্যান্টনমেন্ট রোড, পোস্ট- বহরমপুর, জেলা- মুর্শিদাবাদ, পিন – 742101.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 19.07.2022 |
আবেদন শুরু | 19.07.2022 |
আবেদন শেষ | 03.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-