ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্ট এর তরফ থেকে ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি পদে “স্টাফ কার ড্রাইভার” নিয়োগ করা হবে। প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে।
উক্ত পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করতে কোনোপ্রকার আবেদন ফি লাগবেনা। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারে।
“স্টাফ কার ড্রাইভার” পদে আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো।
নোটিশ নম্বরঃ DMS-B/2-8/Driver rectt. /XXXIII/2022/247
নোটিশ প্রকাশের তারিখঃ 26.05.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver)
বেতনঃ উক্ত পদের জন্য বেতন প্রতিমাসে বেতন পে লেভেল 2 অনুসারে 19,900 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 56 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
- প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক
- মোটর মেশিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
- কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
মোট শূন্যপদঃ এখানে মোট 17 টি শূন্যপদ রয়েছে।
আবেদন পদ্ধতিঃ
- ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন অফলাইনে এর মাধ্যমে।
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্টআউট করতে হবে।
- এরপর নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত নথিপত্র গুলি আবেদনপত্রের সঙ্গে যোগ করতে হবে।
- এরপর নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে
আবেদনপত্রের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- সেল্ফ অ্যাটেস্টেড করা দুই কপি রঙিন ছবি।
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
- ইন্টিগ্রিটি সার্টিফিকেট।
- ভিজিলান্স সার্টিফিকেট।
- ড্রাইভিং লাইসেন্স এর কপি।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
O/o The Senior Manager, Mail Motor Servic, 134-A, S.K. Ahire Marg, Mumbai – 400018
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 26.05.2022 |
আবেদন শুরু | 26.05.2022 |
আবেদন শেষ | 30.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-