রাজ্যে পর্যটন স্থান পরিদর্শন এবং তার প্রচারের জন্য ট্যুরিস্ট গাইড নিয়োগ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে দারুন বিষয় হচ্ছে অষ্টম শ্রেনি এবং মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই এতে আবেদন করা যাবে।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মালদা জেলাতে রাজ্যের পর্যটন বিভাগের সাহায্য ট্যুরিস্ট গাইড নির্বাচন, তাদের ট্রেনিং করানো এবং সার্টিফিকেট স্কিমের শুরু হল।
চলুন এইবার আমরা জেনে নিই- কারা কারা এতে আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে এই ট্রেনিং এর জন্য আবেদন করা যাবে এবং আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা কিভাবে আবেদন করবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- নতুন ট্যুরিস্ট গাইড
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর হতে হবে। আবেদনের তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- রাজ্য সরকার বা ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক বা এর সমতুল্য যেকোনো পরীক্ষায় পাশ করতে হবে। সেইসাথে ইতিহাস, সংস্কৃতি এবং পর্যটন সম্পর্কে উৎসাহী হতে হবে।
ট্রেনিং এর সময়সীমা- 4 সপ্তাহ
(2) পদের নাম- ভেটেরান ট্যুরিস্ট গাইড
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর হতে হবে। আবেদনের তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেনি পাশ করতে হবে। সেইসাথে ইতিহাস, সংস্কৃতি এবং পর্যটন সম্পর্কে উৎসাহী হতে হবে।
ট্রেনিং এর সময়সীমা- 2 সপ্তাহ
আবেদন প্রক্রিয়াঃ
দুইভাবে আবেদন করতে পারবেন। ১. অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ২. মালদা সদর মহকুমা শাসকের কার্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে।
অনলাইনে আবেদন- অনলাইনে আবেদন করতে হলে প্রথমে WB Tourism এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে আবেদনকারীকে তার দরকারি তথ্য পূরন করে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন করার পর Username, Password দিয়ে এবং ক্যাপচা কোড ফিল করে লগ ইন করতে হবে। লগ ইন করার পরার আবেদনকারী কোন পদের জন্য আবেদন করতে চাইছে সেটি নির্বাচন করে আরো কিছু তথ্য পূরণ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ
আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 30.05.2022 |
আবেদন শুরু | 30.05.2022 |
আবেদন শেষ | 13.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ রেজিস্ট্রেশন করার লিংকঃ Register Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D কর্মী এবং অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ
- রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে গ্রুপ-C নিয়োগ