রাজ্য সরকারের ট্রেজারি ডিপার্টমেন্ট অর্থাৎ কোষাগার বিভাগে বা দপ্তর থেকে দারুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দার্জিলিং জেলার কোষাগার বিভাগে এই নিয়োগ করা হবে। দার্জিলিং জেলায় নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই এক্ষেত্রে আবেদন করা যাবে।
এই চাকরির জন্য আপনি কি আবেদন করতে চান? আচ্ছা আবেদন করার আগে নিয়োগের বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি বিষয়গুলি একবার হলেও ভালো করে জেনে নিন। তারপরে আবেদন করুন।
West Bengal Treasury Department DEO Recruitment
নোটিশ নম্বরঃ 146/Tre
নোটিশ প্রকাশের তারিখঃ 12.09.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator-DEO)
বেতনঃ
প্রত্যেক মাসে প্রার্থীদের এই পদে চাকরির জন্য 11,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে ‘O’ লেভেলের সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমাঃ
এই পদের জন্য প্রার্থীর বয়স 29.09.2022 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
04 টি।
নিয়োগ পদ্ধতিঃ
ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ দ্বারা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
- এই চাকরির জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট ঠিকানার ড্রপবক্সে গিয়ে এই আবেদনপত্র জমা করতে হবে।
- তাই আবেদনকারীর সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির ৩ নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে।
- ঐ আবেদন করার ফর্মটি একটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে নিতে হবে।
- এরপরে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং এরসঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স করে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
- তারপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট জমা দিতে হবেঃ
(1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) আঁধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড
(3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
(4) কম্পিউটার সার্টিফিকেট
(5) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (সেলফ অ্যাটেস্টেড)
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Treasury Department in The Office of the District Magistrate, Darjeeling. Lebong Cart Rd.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 12.09.2022 |
আবেদন শুরু | 12.09.2022 |
আবেদন শেষ | 29.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 গ্রুপ-C আপার ডিভিশন ক্লার্ক, DEO, স্টোর কিপার ইত্যাদি পদে চাকরি