কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited) এর অন্তর্গত ওয়েস্টার্ন কোল ফিল্ড লিমিটেড থেকে গ্রুপ-C, গ্রুপ-B পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলো। সবথেকে ভালো বিষয় হলো ন্যূনতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।
রাজ্যের প্রতিটি জেলার অন্তর্গত ছেলে এবং মেয়ে সকলেই এখানে আবেদনের যোগ্য। এখানে সকলকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আসুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে একে একে জেনে নি ওয়েস্টার্ন কোল-ফিল্ডস লিমিটেডে কি কি পদে নিয়োগ করা হবে, কত বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, আবেদন কিভাবে করতে হবে প্রভৃতি তথ্য।
Western Coalfields Limited Group C Group B Recruitment 2023
নোটিশ নম্বরঃ WCL/IR/MP/RECRUITMENT/2022-23/2445
নোটিশ প্রকাশের তারিখঃ 19.01.2023
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
ওয়েস্টার্ন কোল্ড ফিল্ড লিমিটেডে গ্রুপ-C, গ্রুপ-B নিয়োগের তথ্য (Western Coalfields Limited Group-C, Group-B Recruitment Details)
(1) পদের নামঃ মাইনিং সিরদার (Mining Sirdar)- গ্রুপ-সি
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 31,852 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সঙ্গে মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে বা মাইনিং সিরদারে ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও ভ্যালিড গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকতে হবে।
মোট শূন্যপদঃ 108 টি।
(2) পদের নামঃ সার্ভেয়র (Surveyor)-গ্রুপ-বি
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 34,391 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সঙ্গে মাইন সার্ভেইং বিষয়ে ডিপ্লোমা বা সার্ভেয়ার্স সার্টিফিকেট থাকতে হবে।
মোট শূন্যপদঃ 28 টি।
আরো চাকরি: রাজ্যে NHM এর অধীনে অনেকগুলি পোস্টে চাকরি
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স 19.01.2023 তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি
- দুটি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
- উভয় পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার মোট পূর্ণমান 100 নম্বর।
আবেদন পদ্ধতি
বিজ্ঞপ্তি শুরুতেই জানানো হয়েছে এখানে সকলকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি সহজেই নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই আবেদন করে নিতে পারবেন, এর জন্য আলাদা করে কোথাও যেতে হবে না।
আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে সহজেই আবেদন করে নিতে পারবেন।
- আবেদন করার জন্য প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে ওয়েস্টার্ন কোল ফিল্ড লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে, আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে রেজিস্ট্রেশনের সময় তৈরি করা নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন পত্রটি খুলতে হবে।
- এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী নিজের সম্বন্ধে সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
- তারপরে শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে কাস্ট অনুযায় নির্দিষ্ট আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
আবেদন ফি
- জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে 1800 টাকা।
- SC/ST প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি নেওয়া হবে না।
আরো চাকরি: রাজ্যের নার্সিং কাউন্সিলে গ্রুপ-ডি চাকরি
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 19.01.2023 |
আবেদন শুরু | 19.01.2023 |
আবেদন শেষ | 10.02.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ- Click Here
✅ আবেদন করার লিংক- Click Here
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো আপডেট 👇👇
🎯 রিলায়েন্স স্কলারশিপে আবেদন করে ২ লক্ষ টাকা পান
🎯 প্রাইমারি টেটের রেজাল্ট কবে দেবে? পর্ষদের তরফ থেকে আপডেট!
🎯 রাজ্যের হলদিয়াতে কর্মী নিয়োগ