Railway Group-C Recruitment | ভারতের রেলে গ্রুপ-C কর্মী নিয়োগ, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

Western Railway Group C Recruitment Notice

ভারত সরকার দ্বারা পরিচালিত ওয়েস্টার্ন রেল (Western Railway) এর তরফ থেকে গ্রুপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে বিভিন্ন ডিসিপ্লিন অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমেই জানিয়ে রাখি, স্পোর্টস কোটায় নিয়োগটি করা হবে। 

সমস্ত ভারতীয় নাগরিক এবং আমাদের রাজ্যের সকল যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতেই পারে। 

আপনি কি এখানে আবেদন করতে ইচ্ছুক? তাহলে নিচে থেকে এক এক করে নিয়োগ সম্বন্ধিত যাবতীয় তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত হতে হবে, বেতন কত দেওয়া হবে, মোট কটি শূন্যপদে নিয়োগ হবে, কি কি কোটায় বা ডিসিপ্লিনে নিয়োগ করা হবে ভালো করে জেনে নিন। 

Western Railway Group-C Recruitment Notice

Western Railway Group C Recruitment Notice

নোটিশ নম্বরঃ RRC/WR/02/2022 (Sports Quota)

নোটিশ প্রকাশের তারিখঃ 30.08.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ গ্রুপ সি (Group-C) 

বেতনঃ এখানে প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 2/3 অনুযায়ী 19,900 থেকে 63,200 কিংবা 21,700 থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা এর সমতুল্য কোনো পরীক্ষা পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 16 টি।

যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবেঃ

  • Weightlifting
  • Powerlifting
  • Wrestling   
  • Shooting
  • Kabaddi
  • Hockey 
  • Gymnastic
  • Cricket
  • Ball Badminton 

(2) পদের নামঃ গ্রুপ-সি (Group-C)

বেতনঃ এখানে প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 5 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 05 টি।

যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবেঃ

  • Freestyle wrestling  
  • Shooting
  • Kabaddi
  • Hockey 
বয়সসীমাঃ

উপরিউক্ত উভয় পদের ক্ষেত্রে একই বয়সসীমা প্রযোজ্য। প্রার্থীকে 01.01.2023 তারিখ অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। জানিয়ে রাখা ভালো এখানে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনোরকম বয়সের ছাড় দেওয়া হবে না।

নিয়োগ পদ্ধতিঃ

এখানে প্রার্থীদের নিম্নলিখিত উপায়ে নির্বাচিত করা হবে।

  • স্পোর্ট পারফরমেন্স ট্রায়াল।
  • শিক্ষাগত যোগ্যতার নম্বর। 
আবেদন পদ্ধতিঃ
  • বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে নিচে আবেদন করার লিংক দেওয়া হল।
  • আবেদন করার লিংক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও আরো অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আগে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দরকারি তথ্য দিয়ে লগ ইন করে অনলাইন আবেদনপত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্রটিকে পূরণ করার পাশাপাশি এর সঙ্গে নিচে উল্লেখিত নথিপত্রগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। সবশেষে তথ্যগুলি মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করে দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি
  • সেল্ফ এটেসটেড করা মাধ্যমিকের সার্টিফিকেট।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট।
  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • আবেদনকারী স্বাক্ষর।
  • কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 30.08.2022
আবেদন শুরু 05.09.2022
আবেদন শেষ 04.10.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now 

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যের উপজাতী উন্নয়ন দপ্তরে গ্রুপ-D পদে চাকরি

🎯 SSC এর মাধ্যমে স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2022

🎯 কোনো পরীক্ষা ছাড়াই ইন্ডিয়ান পোস্টে গ্রুপ-C চাকরি