মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে ভালো হয়? আর্টস, সায়েন্স না আইটিআই

What is better to study after Madhyamik Exam

মাধ্যমিক পরীক্ষার পর কোন বিষয় নিয়ে পড়া ভালো, মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো, মাধ্যমিক পরীক্ষার পরে কি নিয়ে পড়লে ভালো চাকরি পাওয়া যাবে– এমন একগুচ্ছ প্রশ্ন ছাত্র-ছাত্রী এবং তাদের পিতা-মাতার মাথায় ঘুরপাক খায়। তাই আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। 

প্রথমেই জানিয়ে দিই, মাধ্যমিকের পর একজন ছাত্র বা ছাত্রী কোন বিষয় নিয়ে পড়বে সেটা তার নিজস্ব পছন্দ এবং ভালোলাগার উপরে নির্ভর করবে। কেননা আমরা এমন অনেক ঘটনা দেখেছি যেখানে কেউ কেউ জোর করে সায়েন্স নেওয়ার পর তাতে ভালো ভবিষ্যৎ বা রেজাল্ট করতে পারেনি। মাধ্যমিকের পর কি কি বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকছে তা চলুন এবার আমরা জেনে নিই। 

2023 সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চ মাসে। মে মাসের শেষের দিকে সাধারণত ফল প্রকাশ হয়ে থাকে মাধ্যমিকের। কিন্তু এরপরেই আসে সবচেয়ে কঠিন সময়, যখন বিষয় নির্বাচন করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হয়।

মাধ্যমিকের পর অনেক ছাত্র ছাত্রীই বুঝে উঠতে পারেন না ঠিক কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত বা কোন বিষয়ের ভবিষ্যৎ কী। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মাধ্যমিকের পর বিষয় নির্বাচন- ১ 

মাধ্যমিক দেওয়ার পরেই বেশিরভাগ ছাত্র ছাত্রীই একাদশ শ্রেণীতে ভর্তি হবার বিকল্পটিকে বেছে নেয়। এক্ষেত্রে তিন ধরণের স্ট্রিম থাকে, যেগুলো হল – সায়েন্স, আর্টস এবং কমার্স। এই তিনটি বিভাগের মধ্যে থেকে নিজের পছন্দ মত বিভাগটি নিয়ে পড়াশোনা করতে পারে ছাত্র ছাত্রীরা।

যারা লজিকাল থিংকিং করতে ভালোবাসে, তারা সায়েন্স নিতে পারে। সায়েন্স পড়ার একটা বড়ো সুবিধা হল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে কোনো বিষয় নিয়ে কলেজে ভর্তি হওয়া যায়।

হিসেব নিকেশের মারপ্যাঁচ ভালো লাগলে কমার্স একটি বেশ ভালো বিকল্প
আবার সাহিত্যের রসাস্বাদন করতে যারা পছন্দ করে, তাদের কাছে আর্টসের কোনও বিকল্প নেই।

তবে বর্তমানে সব বিষয়েই ভালো কেরিয়ার গড়া সম্ভব। তাই নিজের পছন্দ মত বিষয় বেছে নেওয়াই ভালো এক্ষেত্রে।

সায়েন্সের ক্ষেত্রে– অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন, স্ট্যাটিস্টিকস, কম্পিউটার সায়েন্স, বায়ো টেকনোলজি ইত্যাদি বিষয় গুলির মধ্যে যে কোনো চারটি বিষয় নেওয়া যেতে পারে।

কমার্সের ক্ষেত্রে– অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ ইত্যাদি বিষয় থেকে নিজের পছন্দ মত যে কোনো চারটি বিষয় নেওয়া যেতে পারে।

আর্টসের ক্ষেত্রে– ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি বা দর্শন, সংস্কৃত, আরবি ইত্যাদি বহু বিষয় রয়েছে, যার মধ্যে থেকে নিজের পছন্দ মত যে কোনো চারটি বিষয় বেছে নিতে হয়।

যে বিভাগই নেওয়া হোক না কেন, পরিশ্রম এবং ভালো করে সময় দিয়ে বিষয়গুলো না পড়লে ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। তাই সায়েন্স ভালো না আর্টস ভালো, এই চিরাচরিত বিতর্কে না গিয়ে পড়ুয়াদের উচিত পছন্দের বিষয়কে ভালোবেসে পড়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া। 

মাধ্যমিকের পর বিষয় নির্বাচন- ২

এখন মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি না হয়ে ITI কলেজগুলিতে ভর্তি হয়ে বিভিন্ন কোর্স করা যায়। কোর্সগুলো শেষে চাকরির সুযোগ থাকে বিভিন্ন ক্ষেত্রে।
রাজ্যে এখন প্রচুর ITI কলেজ রয়েছে। এখানে সরকারি এবং বেসরকারি দুই ধরনের কলেজই আছে। ITI তে নানান রকমের ডিপ্লোমা পড়ানো হয়, তার মধ্যে জনপ্রিয় কয়েকটি কোর্স হল –

(1) কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট

(2) সিভিল ড্রাফটসম্যান এবং মেকানিক্যাল ড্রাফটসম্যান

(3) কার্পেন্ট্রি

(4) কর্পোরেট হাউস কিপিং

(5) প্লাস্টিক প্রসেসিং অপারেটর

(6) মোটর সাইকেল মেকানিক

(7) কম্পিউটার হার্ডওয়্যার অপারেটর

(8) বেকারি এবং কনফেকশনারি

(9) ওয়েল্ডার

(10) প্লাম্বার

(11) ফাউন্ডরী ম্যান ইত্যাদি।

এর মধ্যে নিজের পছন্দের যে কোনো একটি কোর্স নিয়ে পড়ে খুব কম বয়সেই টেকনিশিয়ান হিসেবে চাকরি পেয়ে রোজগার শুরু করা সম্ভব।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Previous articleকেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, ১৭ হাজার টাকা মাসিক বেতন
Next articleজাহাজ নির্মান কেন্দ্রে চাকরি, 40 হাজার টাকা থেকে মাসিক বেতন শুরু | Goa Shipyard Limited Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here