1/6: নিয়োগ দুর্নীতির রমরমার ফলে এখন প্রায় সকলেই জানেন প্রাইমারির শিক্ষক হতে গেলে টেট পরীক্ষা দিতে হয়। কিন্তু টেট পরীক্ষা পাশ করে ফের ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হবার পর ফাইনাল মেধাতালিকায় নাম এলে প্রাইমারি শিক্ষক হিসেবে যোগ দেবার পর কত টাকা মাইনে পেয়ে থাকেন প্রার্থীরা? আজকের প্রতিবেদনে প্রাইমারি শিক্ষকদের মাসিক বেতন কাঠামো নিয়ে আলোচনা করা হল।
2/6: রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেসিক পে থাকে মাসিক 28,900 টাকা। এই বেসিক পে-এর সাথে যুক্ত করা হয় হাউস রেন্ট বা বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে 12% ভাতা দেওয়া হয়। এর সাথে থাকে চিকিৎসা ভাতা। এই সবের পাশাপাশি, প্রাইমারি শিক্ষকদের, রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের মতোই দেওয়া হয় 3% শতাংশ ডিএ। সমস্ত ভাতা এবং বেসিক পে মিলিয়ে চাকরির শুরুতেই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা মাসিক বেতন বাবদ 33,735 টাকা পেয়ে থাকেন।
3/6: তবে বেতনের সব টাকাটাই হাতে পাওয়া যায় না। অন্যান্য সরকারি কর্মীদের মত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন থেকেও কিছু টাকা ডিডাকশন বাবদ কাটা হয়ে থাকে। ডিডাকশনের পর রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শুরুতে 31,791 টাকা বেতন দেওয়া হয়।
4/6: প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পাশ এবং ডি. এল. এড কোর্স করা থাকলেই প্রার্থীরা এখন প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট দিতে পারবেন। এখানে লিখিত পরীক্ষা এবং তারপরে একটি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
5/6: 18 থেকে 40 বছর বয়স সকল যোগ্য প্রার্থীরাই এখানে আবেদন করতে পারেন। এতদিন অবশ্য বি.এড ডিগ্রি থাকলেও টেট পরীক্ষায় বসা যেত। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চলতি বছরের টেট পরীক্ষাতে কেবলমাত্র ডি. এল. এড উত্তীর্ণ প্রার্থীরাই বসতে পারবেন।
6/6: 2023 সালের টেট অনুষ্ঠিত হবে 10 ডিসেম্বর তারিখে। যদিও প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখন স্থগিত রয়েছে। তাই, টেট পাশ করলেও চাকরিতে কবে নিয়োগ পাবেন সফল পরীক্ষার্থীরা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 AIIMS এ 36 ধরণের বিভিন্ন পদে গ্রুপ-B এবং গ্রুপ-C কর্মী নিয়োগ, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন
👉 রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 রাজ্যে CMOH এ অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 560 টি শূন্যপদে ভারতীয় কয়লা সংস্থায় কর্মী নিয়োগ, মাসিক বেতন 50 হাজার টাকা
👉 জেলা আদালতে গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন