ক্লাস- 12 এর ছাত্রছাত্রীদের ফোন কেনার 10,000 টাকা কবে দেওয়া হবে? জানুন বিস্তারিত আপডেট

When will 10,000 rupees be given to the students of class-12 to buy phones? Get detailed updates

1/10: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ফোন বা ট্যাব কেনার জন্য 10 হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। লক ডাউনের সময় থেকেই এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী

2/10: 2020 সালে প্রথমবারের জন্য টাকা দেওয়া হলেও, 2021 সালে এই প্রকল্পের নাম দেওয়া হয় ‘তরুণের স্বপ্ন’। বিগত বছর গুলিতে নিয়মিত ভাবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা সরকারের তরফে ট্যাব অথবা ফোন কেনার টাকা পেয়ে এসেছেন।

3/10: একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে সফল ভাবে উত্তীর্ণ হওয়া পড়ুয়াদেরকে 10 হাজার টাকা সরকারের তরফে সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

4/10: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মূল উদ্দেশ্য হল- বর্তমানে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় ডিজিটাল মাধ্যমের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে পড়ুয়ারা যাতে সহজেই বাধাহীনভাবে পড়াশোনা করতে পারে।

5/10: এখন প্রশ্ন হল, চলতি বছর অর্থাৎ 2023 সালের শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা কবে দেওয়া হবে। এই ব্যাপারে লেটেস্ট আপডেট পেতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

6/10: আগামী বছর অর্থাৎ 2024 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী বছরের 26 ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু করা হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। পরীক্ষা এগিয়ে যাওয়ার ফলে,  পরীক্ষার প্রস্তুতিও এগোতে হবে। এই ক্ষেত্রে, পড়াশোনার সুবিধার্থে দেওয়া ট্যাবের 10 হাজার টাকা দেওয়ার সময় ও খানিকটা এগিয়ে নিয়ে আসতে হবে।

7/10: বিগত বছরগুলিতে স্কুলের টেস্ট পরীক্ষার পরে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা ট্যাবের টাকা পেয়েছে। কিন্তু এই বছর পরীক্ষা আরও এগিয়ে আসার ফলে ট্যাবের টাকাও তাড়াতাড়ি দেওয়া হোক, এমন দাবি উঠেছে শিক্ষক মহলে। কারণ এই বছরেও টেস্ট পরীক্ষার পরে ট্যাবের জন্য টাকা দেওয়া হলে সেই টাকা কোনো কাজেই আসবে না পড়ুয়াদের।

8/10: পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতির সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেছেন যে, “শিক্ষা দফতর যত সম্ভব হোক তাড়াতাড়ি ট্যাব কিনে পড়ুয়াদের দিক এতে ততই ভালো।”

9/10: এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী আগস্ট মাস থেকেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য খুব তাড়াতাড়িই স্কুল গুলিকে জমা নিতে বলা হবে।

10/10: মনে করা হচ্ছে, চলতি বছরে পূজোর ছুটিতে অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকে যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleমাধ্যমিক পাশে আয়ুর্বেদ সংস্থায় বিভিন্ন পদে চাকরি, অনলাইনে আবেদন করুন | AIIA Madhyamik Pass Recruitment
Next articleমাধ্যমিক পাশে কৃষি দপ্তরে গ্রুপ- ডি পদে চাকরি, অফলাইনে আবেদন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here