Food SI Exam Date: ফুড SI পরীক্ষা কবে হবে? জানা গেল সম্ভাব্য তারিখ

Food SI Exam Date

2019 সালের পর কেটে গেছে দীর্ঘ চার বছর। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে ফের 2023 সালে অনুষ্ঠিত হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা। এই বছরে পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ফুড এস আইতে মোট 480 টি শূন্যপদ থাকছে।

তবে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে তেরো লক্ষের গন্ডি। মোট আবেদন জমা পড়েছে 13 লক্ষ 36 হাজার। বিপুল পরিমাণ পরীক্ষার্থীদের মধ্যে এই অল্প সংখ্যক পদের জন্য হাড্ডাহাড্ডি লড়াই যে হবে, তা সহজেই অনুমেয়।

তবে শূন্যপদের সংখ্যা প্রকাশিত হলেও পরীক্ষা কবে নেওয়া হবে, সেই বিষয়ে এতদিন ধোঁয়াশা ছিল। দিন কয়েক আগে, পরীক্ষার দিন নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় কমিশনের তরফে। সেখানে জানানো হয়েছে, চলতি বছরে ফুড ইন্সপেক্টর নিয়োগের এই পরীক্ষাটি নেওয়া হবে না।

এরপরই, গতকাল কর্মসংস্থান পত্রিকাতে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরে ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য যে নিয়োগ প্রক্রিয়াটির উদ্যোগ নিয়েছে সরকার, সেটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছর। আগামী বছরের 14 জানুয়ারি এই পরীক্ষা নেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই ফুড এস আই পদের জন্য আবেদন করতে সক্ষম হয়েছিলেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদন নেওয়া হয়েছিল গত 23 অগাস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত।

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুই ধাপে পরীক্ষা নিয়ে প্রার্থীদের নির্বাচিত করা হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 20 নম্বরের ইন্টারভিউয়ের পরে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং প্রকাশিত তালিকা অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে।

পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকম তথ্য কমিশনের তরফে তাদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হবে। সমস্ত আপডেটের জন্য কমিশনের ওয়েবসাইটে চোখ রাখুন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, মোট 9 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 ৭৫০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি নিয়োগ, জানুন নিয়োগের বিস্তারিত আপডেট

👉 ভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 CMOH এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

👉 জেলা আদালতে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

Previous articleজেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 13 হাজার 500 টাকা
Next articleNBEMS এ গ্রুপ-A, B, C পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here