প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022 এর মেধাতালিকা কবে প্রকাশিত হবে? জানালেন পর্ষদের সভাপতি

When will the merit list of primary teacher recruitment 2022 be published

1/7: 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। কিন্তু টেটের মেধাতালিকা কবে বার করা হবে, আর কবেই বা নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে, তা নিয়ে অবশেষে মতামত রাখলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।

2/7: সভাপতির সাথে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। একযোগে উপস্থিত হয়ে সাংবাদিক বৈঠক করা হয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় একটি সাংবাদিক বৈঠক। বৈঠকে ঠিক কী কারণে বর্তমানে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে আছে এবং কবে ফের নিয়োগ চালু হবে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন সভাপতি।

3/7: পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেলেই প্রাথমিকে ফের নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। ওই বৈঠকে গৌতমবাবু আরও বলেন, ‘রাজ্য সরকার দ্রুত নিয়োগ করতে চাই। আইনি জটেই নিয়োগ আটকে রয়েছে। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়া না পর্যন্ত প্রাথমিকে নতুন নিয়োগ সম্ভব নয়।’

4/7: এরই সাথে সভাপতির সংযোজন, ‘রাজ্য সরকার চাইছে চাকরি দিতে। সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আমি প্রতিদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলছি। 2014 সালের ব্যাচ বলছে, আমাদের চাকরি দিন। 2017 সালের ব্যাচ বলছে, শুধু আমাদের দিন। দুই ব্যাচই একে অপরের বিরুদ্ধে কোর্টে চলে যাচ্ছে।’

5/7: এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুওশিক্ষামন্ত্রীকে সামনে রেখেই গৌতম বাবু আরও বলেন, ‘কেউই বোর্ডের বিরুদ্ধে মামলা করছে না। বোর্ডকে পার্টি করে মামলা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের ছাড়পত্র না পেলে আমরা প্যানেল প্রকাশ করতে পারছি না।’

6/7: অর্থাৎ বৃহস্পতিবারের এই সাংবাদিক বৈঠক থেকে পরিষ্কার যে, সুপ্রিম কোর্টের নির্দেশ পেলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। যদিও আশার কথা এই যে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই 2022 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

7/7: পর্ষদ সূত্রে পাওয়া খবর বলছে, টেট পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য অত্যন্ত দ্রুততার সাথে কাজ চলছে। এরই মাঝে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে চূড়ান্ত ফলপ্রকাশে খানিক দেরী হতে পারে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের হস্টেলে সুপারিনটেনডেন্ট পদে চাকরি, তাড়াতাড়ি আবেদন করুন

👉 ONGC তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ২০১৭ সালের পর এবার রাজ্যে প্রচুর গ্রুপ-D নিয়োগ! ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবে

👉 425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ

👉 2000 টি শূন্যপদে SBI এ প্রবেশনারি অফিসার পদে চাকরি

👉 জেলা পরিষদে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো

Previous articleরাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 11 হাজার টাকা | Kanyashree Prakalpa Recruitment 2023
Next articleরাজ্যে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটে সার্ভেয়ার পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here