ChatGPT-এর সাহায্যে মাত্র ৩ মাসে ২৮ লক্ষ টাকা ইনকাম যুবকের! কিভাবে করলেন বিস্তারিত জানুন

With the help of ChatGPT 28 Lakh income of youth in just 3 months

শুধু অর্থনৈতিক মন্দা নয়, AI বেসড চ্যাটবট ChatGPT বাজারে আসতেই ধীরে ধীরে কাজ হারাতে শুরু করেছে মানুষ। বিশেষজ্ঞদের আশঙ্কামূলক পূর্বাভাস, আগামী এক বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এই চ্যাটবট কনটেন্ট রাইটার, লেখাপড়ার বইয়ের লেখক, এক শ্রেণির শিক্ষকের বিপুল পরিমাণ চাকরি কেড়ে নিতে চলেছে।

ChatGPT নিয়ে চারিদিকে এত আশঙ্কা, বিরূপ মনোভাবের মধ্যেই পাওয়া গেল অবাক করা ভালো খবর। এবার জানা গেল ChatGPT শুধু চাকরি কেড়ে নিচ্ছে না তা অনেকের রাতারাতি ভালো রোজগারের বন্দোবস্ত‌ও করে দিচ্ছে। বলা যেতে পারে, ChatGPT শুধু কাজ কাড়ছে না, অনেককে রাতারাতি বড়লোক‌ও করে দিচ্ছে!

সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। ChatGPT-র সাহায্যে মাত্র ৩ মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেছে ২৩ বছর বয়সী এক মার্কিন তরুণ। তার এই সাফল্য এই চ্যাটবট সম্বন্ধে আমাদের যে নতুন করে ভাবতে বাধ্য করবে তা বলাই বাহুল্য। কিন্তু ল্যান্স জাঙ্ক নামে ওই তরুণ কীভাবে এত বিপুল অর্থ আয় করল তা জানতে স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে কৌতুহল হচ্ছে।

ল্যান্স জাঙ্কের বয়স মাত্র ২৩ হলেও সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (AI) বেশ দক্ষ। ফলে চ্যাটবট ChatGPT বাজারে এলে সে তাতেও দ্রুত দক্ষ হয়ে ওঠে। এদিকে ChatGPT নিয়ে মানুষের মধ্যে প্রবল কৌতূহল থাকলেও তা সঠিকভাবে ব্যবহার করতে জানেন না বেশিরভাগ জন। এই বিষয়টিকে হাতিয়ার করেই মাত্র তিন মাসে ২৮ লক্ষ টাকা আয় করেন ল্যান্স জাঙ্ক

ChatGPT-র মাধ্যমে ৩ মাসে কিভাবে ২৮ লক্ষ টাকা ইনকাম হলো

Udemy নামে একটি অনলাইন ট্রেনিং সাইটে ChatGPT দক্ষভাবে ব্যবহার কীভাবে করবেন সেই সংক্রান্ত কোর্স করানো শুরু করেন এই মার্কিন তরুণ। ট্রেনিং কোর্সটির নাম ছিল- ChatGPT Master Class: A complete ChatGPT guide for beginners.

সাত ঘণ্টার এই অনলাইন ট্রেনিং কোর্সটি করলে AI ভিত্তিক চ্যাটবট ChatGPT দক্ষভাবে ব্যবহার করা শিখে যাওয়া সম্ভব। এই ট্রেনিংয়ের কোর্স ফি ছিল ২০ ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৬০০ টাকার বেশি

তিন মাসে মোট ১৭৫০ জন ল্যান্স জাঙ্কের কাছে ChatGPT-র ব্যবহার শেখার ট্রেনিং নেন। আমেরিকার মানুষের মধ্যে এই বিষয়ে ট্রেনিং নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তবে এর বাইরেও ভারত, রাশিয়া, ভেনেজুয়েলার মত দেশ থেকেও বহু মানুষ ওই মার্কিন তরুণের কাছে ChatGPT কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং নিয়েছেন।

অর্থাৎ ChatGPT শুধুই যে অন্যের কাজ খেয়ে নিচ্ছে তা নয়, বরং অনেককে রোজগারের দিশাও দেখাচ্ছে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇