রাজ্যের মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মহিলা চাকরিপ্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে।
বীরভূম জেলার অন স্টপ সেন্টারে এই নিয়োগ করা হবে। এর আগেও অন্যান্য জেলাতে এইরকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আমরা সেইসমস্ত নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কেও আমাদের ওয়েবসাইটে আপডেট দিয়েছিলাম।
আজকের এই শিশু উন্নয়ন দপ্তরে চাকরির জন্য মাসিক বেতন কত করে দেওয়া হবে, মোট কয়টি শূন্যপদ রয়েছে এবং ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে তা নিচে এক এক করে আমরা জানিয়েছি।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ 437/ SW (B)
নোটিশ প্রকাশের তারিখঃ 11.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Job Details)
পদের নাম- কেস ওয়ার্কার (Case Worker)
বেতন- 15,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
(1) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে।
(2) কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে এবং MS Office এর কাজের দক্ষতা থাকতে হবে।
(3) বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে।
(4) ইংরেজি ভাষায় লিখতে পারতে হবে। সেইসাথে ওমেন ইস্যু নিয়ে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি (SC)
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল হিসেবে চাকরিতে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ বীরভূম জেলা
নিয়োগ প্রক্রিয়াঃ
তিনটে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থী বাছাই করা হবে-
(1) এডুকেশনাল কুয়ালিফিকেশন- 30 নম্বর
(2) কম্পিউটার টেস্ট (Practical)- 15 নম্বর
(3) মৌখিক পরীক্ষা (Viva-voce)- 5 নম্বর
মোট নম্বরঃ 50
আবেদন করার প্রক্রিয়াঃ
বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে প্রথমে আবেদন করার লিংকে ক্লিক করতে হবে।
আবেদন করার লিংকে ক্লিক করলে আবেদন করার পেজ খুলবে সেখানে দরকারি ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে লগ ইন ডিটেলস দিয়ে আবেদনকারীকে লগ ইন করে সেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 11.07.2022 |
আবেদন শুরু | 11.07.2022 |
আবেদন শেষ | 25.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ ডেইলি চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার নিয়োগ
- আনন্দধারা প্রকল্পে BDSP পদে চাকরি
- রাজ্যের কৃষি ও সেচ দপ্তরে কর্মী নিয়োগ