Webel Technology Limited (WTL) হল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা। এখানে চার ধরনের শূন্যপদ রয়েছে। এখানের সব পদ গুলিই অস্থায়ী চুক্তি ভিত্তিক। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে মেলের মাধ্যমে, অনলাইনে। নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- WTL/P&AR-SSD/ADVT/23-01
যে পদের নিয়োগ করা হবে
1. সিনিয়র সফটওয়্যার ডেভেলপার / Senior Software Developer
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 60% নম্বর সহ MCA অথবা BE/B.Tech/M.Sc করে থাকতে হবে Computer Science/IT বিষয়ে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- মাসিক 75,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগের স্থায়িত্ব- 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
2. সিনিয়র সফটওয়্যার ডেভেলপার / Senior Software Developer
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 60% নম্বর সহ MCA অথবা BE/B.Tech/M.Sc করে থাকতে হবে Computer
Science/IT বিষয়ে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- প্রার্থীদের বয়স 36 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- মাসিক 75,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগের স্থায়িত্ব- 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
3. সিনিয়র সফটওয়্যার ডেভেলপার / Senior Software Developer
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 60% নম্বর সহ MCA অথবা BE/B.Tech/M.Sc করে থাকতে হবে Computer Science/IT বিষয়ে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- মাসিক 75,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগের স্থায়িত্ব- 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
4. ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operator
শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েট হতে হবে। সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- মাসিক 25,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগের স্থায়িত্ব- 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন। নোটিশের 4 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে। আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
ইমেল আইডি: [email protected]
আবেদনের সময়সীমা
31/08/2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 NCL তে মাধ্যমিক পাশে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে চাকরি
👉 কল্যাণী AIIMS এ চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 30 হাজার টাকা
👉 NTPC তে অনেকগুলি শূন্যপদে চাকরি, 30 আগস্ট অবধি অনলাইনে আবেদন চলবে