ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অর্থাৎ ICAR অর্কিড রিসার্চ সেন্টার থেকে চাকরির নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে Young Professional অর্থাৎ যুব পেশাদার পদে নিয়োগ করা হবে।
নিয়োগের ক্ষেত্রে ভালো বিষয়টি হচ্ছে চাকরির শুরুতেই এখানে ৩৫ হাজার টাকার ফিক্সড বেতন দেওয়া হবে। তবে প্রথমে জানিয়ে দিই এই চাকরিটি সকলের জন্য নয়। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে তবেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।
তাই নিয়োগের বিষয়ে বিস্তারিত বিষয় যেমন আবেদন করতে হলে বয়স কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার, শূন্যপদ কয়টি রয়েছে, নিয়োগ কিভাবে হবে ইত্যাদি নিচে থেকে এক এক করে জেনে নিন।
ICAR Young Professional Recruitment
নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: NRCO/ADMN/27-A/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 02/01/2022
যুব পেশাদার নিয়োগের বিস্তারিত তথ্য (Young Professional Recruitment Details)
পদের নাম:
যুব পেশাদার-II- কম্পিউটার (Young Professional-II- Computer)
মাসিক বেতন:
প্রতি মাসে 35 হাজার টাকা ফিক্সড পরিমাণ বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
21 থেকে 45 বছর বয়সী আবেদনকারী প্রার্থীরা উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা:
কম্পিউটার সাইন্স অথবা আই টি বিষয়ে মাস্টার ডিগ্রী করতে হবে। সেই সাথে আরো বেশ কিছু যোগ্যতা দরকার যেটি অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রথম পেজে দেওয়া হয়েছে। নিচের লিংকে ক্লিক করে নিয়োগের বিজ্ঞপ্তি টি ডাউনলোড করতে পারবেন।
শূন্যপদ:
1 টি শূন্য পদ থাকায় নিয়োগ করা হবে।
আরো চাকরি: রাজ্যের কল্যাণী এইমস (AIIMS)-এ চাকরি
চাকরির ধরন:
টেম্পোরারি (Temporary) অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসের চাকরিতে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
এই চাকরির জন্য প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ: 24/01/2023 (24 জানুয়ারি 2023)
ইন্টারভিউ এর সময়: সকাল 11:00 টার সময় থেকে ইন্টারভিউ শুরু হবে।
ইন্টারভিউ এর স্থান: ICAR – National Research Centre for Orchids, Pakyong, Sikkim-737106.
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
✅ অফিসিয়াল নোটিশ- Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 NDA-তে গ্রুপ-C অনেকগুলি পদে চাকরি
🎯 সেন্ট্রাল সিল্ক বোর্ডে গ্রপ-সি চাকরি
🎯 ১০ লাখ টাকা ইনকাম থাকলে দিতে হবে এই পরিমান ট্যাক্স