Yuvashree Prakalpa Apply 2023: রাজ্যের বেকাররা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবে! ২০২৩ এর আবেদন শুরু হলো

Yuvashree Prakalpa Online Apply 2023

বেকারত্বের জ্বালা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতবাসী। অর্থনীতির অবস্থা যত খারাপ হচ্ছে ততই বেকারের সংখ্যা বাড়ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, উচ্চ শিক্ষিতরাও আজ আর চাকরি পাচ্ছেন না। বাংলার ঘরে ঘরে স্নাতক ও স্নাতকোত্তর পাস ছেলেমেয়েরা বেকার বসে আছে।

উচ্চশিক্ষিতদের একটা সমস্যা হল তারা সহজে যে কোনও কাজ করতে চায় না। অন্তত যে কাজের সঙ্গে একটু সম্মান জড়িত থাকবে তেমন কাজের দিকেই পা বাড়ায়। যদিও বর্তমানে পেটের ভাত জোগাড় করার জন্য PhD পাসকেও ডোমের চাকরির আবেদন করতে দেখা গিয়েছে!

সব মিলিয়ে যুবক-যুবতীদের কর্মসংস্থানের ছবিটা মোটেও উজ্জ্বল নয়। এই পরিস্থিতিতে রাজ্যের বেকার ছেলেমেয়েদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হয়েছে যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)। মূলত বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখেই এই অনুদানভিত্তিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার মাধ্যমে বেকার ছেলেমেয়েরা সহজেই মাস গেলে ১৫০০ টাকা করে পেয়ে যাবেন

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের কিছুটা স্বস্তি দিতে এবং তারা যাতে সঠিক চাকরি খুঁজে নেওয়ার লড়াইটা বজায় রাখতে পারেন তা নিশ্চিত করতেই যুবশ্রী প্রকল্প চালু করা হয়েছে। সত্যি বলতে কি, কোন‌ও কাজ না করেই সরকারের থেকে যদি মাসের শেষে ১৫০০ টাকা করে পাওয়া যায় তা মোটেও খারাপ নয়। কিন্তু প্রশ্ন হল কারা পাবেন যুবশ্রী প্রকল্পের সুবিধা?

যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে?

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী যুবক-যুবতীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। উচ্চশিক্ষিত হলেও অসুবিধা নেই। তবে কোন‌ও একটি জাতীয় প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থাকতে হবে আবেদনকারীকে।
  • আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে।

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Documents Required for Yuvashree Prakalpa)

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনার কাছে অবশ্যই থাকতে হবে-

  • আধার কার্ড
  • ভোটার আইডি
  • মাধ্যমিকের মার্কশিট
  • যেকোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো

যুবশ্রী প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া (Yuvashree Prakalpa Application Process)

(1) যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমে https://employmentbankwb.gov.in/ -এই লিঙ্কে ক্লিক করুন

(2) রেজিস্ট্রেশন করে এখানে ঢোকার পর New Enrollment Job Seeker অপশনে ক্লিক করতে হবে। এরপর Accept ও তারপর Continue অপশনে ক্লিক করুন।

(3) এবার একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে আপনার সম্বন্ধে যা যা তথ্য চাইবে সব দিয়ে ভর্তি করুন।

(4) শেষে আবেদনকারীকে পাসপোর্ট সাইজ ফটো এবং স‌ই স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে Submit অপশনে ক্লিক করুন।

(5) একেবারে শেষে আপনার এই অ্যাপ্লিকেশনের একটি কপি প্রিন্ট আউট হিসেবে বের করুন। ওটা কাজে লাগবে।

এই প্রক্রিয়ার ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। মাথায় রাখবেন ৬০ দিন পেরিয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ইনভ্যালিড বা বাতিল হয়ে যাবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে।

এটা আপনার নথিভূক্ত ফোন নম্বরে আসবে। এর কয়েকদিন পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পে নাম থাকা বেকার যুবক-যুবতীদের তালিকা বার করা হবে। সেখানে আপনার নাম থাকলেই পরের মাস থেকেই ১৫০০ টাকা করে পেতে শুরু করবেন।

তবে সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্প চলছে। সেখানে গিয়েও যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারেন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

যুবশ্রী প্রকল্প: Official Website

যুবশ্রী প্রকল্প: Apply Now

🔥 এগুলিও পড়ুন 👇👇