পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ভবনের অধীনে বিভিন্ন পদে চাকরির নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এক্ষেত্রে ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে নিযুক্ত করা হবে। পুরুলিয়া জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যান ওয়েলফেয়ার সমিতির মাধ্যমে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকেই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগটি হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসেবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
এখানে আবেদনের জন্য যাবতীয় তথ্যের বিবরণ অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি তথ্য বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হলো।
Zilla Swasthya Bhavan Recruitment
নোটিশ নম্বরঃ CMOH/Samiti/1447
নোটিশ প্রকাশের তারিখঃ 24.09.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)
বেতনঃ ল্যাব টেকনিশিয়ান পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বা বায়োলজিক্যাল সাইন্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং এর সঙ্গে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
(2) পদের নামঃ ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোন বিভাগে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে Ms Word, Ms Excel, Ms Power Point প্রভৃতি সফটওয়্যারে যথেষ্ট দক্ষ থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
(3) পদের নামঃ ব্লক এপিডোমিওলজিস্ট (Block Epidemiologist)
বেতনঃ এই পদের জন্য বেতন হিসেবে প্রতিমাসে 35,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স বা এপিডোমিয়োলজি তে মাস্টার্স অথবা MPH সহ BAMS/BHMS/BUMS পাশ করে থাকতে হবে। এছাড়াও পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
(4) পদের নামঃ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স ব্যাচেলর ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এছাড়াও M.S Office এ যথেষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
- উপরের সমস্ত পদগুলিতে আবেদনকারী প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
- ল্যাব টেকনিশিয়ান ও ডাটা ম্যানেজার পদের জন্য লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের। এপিডোমিওলজিস্ট ও পাবলিক হেলথ ম্যানেজার পদের জন্য লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের।
আবেদন পদ্ধতিঃ
(1) ওপরের পদগুলির জন্য পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
(3) সবার প্রথমে নিজের নাম এবং মোবাইল নম্বর কিংবা ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে।
(4) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে পুনরায় লগইন করতে হবে।
(5) লগইন করার পর আবেদন পত্রটিকে একদম নিখুঁতভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(6) আবেদন করার সময় খেয়াল রাখতে হবে আপলোড করা ফটোর সাইজ 200 kb এবং অন্যান্য নথিপত্রের সাইজ 50 kb এর মধ্যে হতে হবে।
(7) সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 24.09.2022 |
আবেদন শুরু | 28.09.2022 |
আবেদন শেষ | 26.10.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ চলছে
🎯 রাজ্যে ডাটা এনট্রি অপারেটর (DEO) সহ বেশ কয়েকটি পদে নিয়োগ